১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন ‘যুদ্ধ অপরাধী’নজিরবিহীন আক্রমণ বাইডেনের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার রাশিয়াকে বেনজির আক্রমণ আমেরিকার রাষ্ট্রপতি জো  বাইডেনের। বুধবার ভ্লাদিমির  পুতিনকে ‘যুদ্ধ অপরাধী’ বলে আখ্যায়িত করেন। ৩৬ দিনেরও বেশি হয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। শুরু থেকেই ইউক্রেনের পাশে থাকার বার্তা দেয় আমারেকি। ইতিপূর্বে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ অপরাধ করছে বলে মত প্রকাশ করেন বাইডেন। তবে  এবার আরো বেশি ধারালো আক্রমণ আমেরিকার।এবার সরাসরি পুতিনকে নিশানা। তিনি যুদ্ধ অপরাধী। প্রতিপক্ষ পুতিনকে আক্রমন করতে গিয়ে ঠিক এই শব্দ  বন্ধন ব্যবহার করেছেন বাইডেন।

রাশিয়ার তরফে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। ক্রেমলিন তরফে বলা হয় এমন ‘ভাষা ক্ষমার অযোগ্য’। রাশিয়া সরকারের মুপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় এক সংবাদ মাধ্যমকে বলেন– আমরা মনে করি  যাদের বোমার আঘাতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে– সে দেশের প্রধানের কাছ থেকে এরকম শব্দের ব্যবহার অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।

আরও পড়ুন: ‘যুদ্ধাপরাধী’ হ্যারি মুখোশ খুললেন নিজেই

অন্যদিকে পুতিন টেলিভিশন চ্যানেলে দেওয়া তার সাক্ষাৎকরে অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব রাশিয়া বিভক্ত করার চেষ্টা করছে। আর তার জন্য তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। পুতিন আরো অভিযোগ করেন– পশ্চিমা দেশগুলো তাদের দেশকে শেষ করে দিতে চায়। সেজন্য তারা দেশের অভ্যন্তরে দ্বন্দ তৈরি করতে চাইছে।

আরও পড়ুন: রাশিয়ার ক্ষমতায় বদল আনার কথা বলেননি বাইডেন: হোয়াইট হাউস

তবে রাশিয়ার এক প্রাক্তন রাষ্ট্রপতি মিখাইল কাসানোভ ট্যুইটে মন্তব্য করেন যে পুতিন  ক্ষিপ্রতার সঙ্গে যে পদক্ষেপ নিচ্ছে তাতে দেশটা ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যাবে।মিখাইল কাসানোভ  পুতিনের প্রথম মন্ত্রিসভায় ছিলেন। কাসানোভ আরো অভিযোগ করেন পুতিন দেশে যারা ভিন্নমত পোষণ করছে তাঁদের উপর দমন-পীড়ন চালাচ্ছেন।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলায় বাইডেনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

পুতিন অবশ্য ইউক্রেনে যুদ্ধ চালানোর পক্ষেই সওয়াল করেন। দেশের অrদরে যারা তাঁর যুদ্ধনীতির বিরোধিতা করছে তাদের ‘আত্ম- শুদ্ধি’র কথা বলেন তিনি। এখনো অবধি ইউক্রেনের ৩০ লাখ বাসিন্দা  বাড়ি ঘর হারিয়েছে। এখন তারা উদ্বাস্তু। জাতি সঙ্ঘ তাদের রিপোর্টে জানায় এসব উদ্বাস্তুদের প্রায় ১৫ লাখই শিশু।পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেন-রশিয়ার এই যুদ্ধে প্রতি ১ মিনিটে একজন করে শিশু ঘরছাড়া হচ্ছে। যুদ্ধের কারণে এখনা অবধি ৬৯১ জন সাধারন নাগরিক প্রাণ হারিয়েছে। তার মধ্যে ৪৮ শিশুও আছে। এমনটাই জানায় জাতিসঙ্ঘের মানবাধিকার আধিকারিক।

যদিও হতাহতের আসল সংখ্যাটা আরো অনেক বেশি বলেনে করা হচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এ সপ্তাহে জানিয়ে ছিলেন যুদ্ধে ১৩০০ এর বেশি ইউক্রেন সৈন্য নিহত হয়েছে। বুধবার ইউক্রেনকে বাড়তি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস হোয়াইট হাউসের। রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে  সহায়তা প্রদানের কথা ঘোষণাও করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিন ‘যুদ্ধ অপরাধী’নজিরবিহীন আক্রমণ বাইডেনের

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার রাশিয়াকে বেনজির আক্রমণ আমেরিকার রাষ্ট্রপতি জো  বাইডেনের। বুধবার ভ্লাদিমির  পুতিনকে ‘যুদ্ধ অপরাধী’ বলে আখ্যায়িত করেন। ৩৬ দিনেরও বেশি হয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। শুরু থেকেই ইউক্রেনের পাশে থাকার বার্তা দেয় আমারেকি। ইতিপূর্বে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ অপরাধ করছে বলে মত প্রকাশ করেন বাইডেন। তবে  এবার আরো বেশি ধারালো আক্রমণ আমেরিকার।এবার সরাসরি পুতিনকে নিশানা। তিনি যুদ্ধ অপরাধী। প্রতিপক্ষ পুতিনকে আক্রমন করতে গিয়ে ঠিক এই শব্দ  বন্ধন ব্যবহার করেছেন বাইডেন।

রাশিয়ার তরফে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। ক্রেমলিন তরফে বলা হয় এমন ‘ভাষা ক্ষমার অযোগ্য’। রাশিয়া সরকারের মুপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় এক সংবাদ মাধ্যমকে বলেন– আমরা মনে করি  যাদের বোমার আঘাতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে– সে দেশের প্রধানের কাছ থেকে এরকম শব্দের ব্যবহার অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।

আরও পড়ুন: ‘যুদ্ধাপরাধী’ হ্যারি মুখোশ খুললেন নিজেই

অন্যদিকে পুতিন টেলিভিশন চ্যানেলে দেওয়া তার সাক্ষাৎকরে অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব রাশিয়া বিভক্ত করার চেষ্টা করছে। আর তার জন্য তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। পুতিন আরো অভিযোগ করেন– পশ্চিমা দেশগুলো তাদের দেশকে শেষ করে দিতে চায়। সেজন্য তারা দেশের অভ্যন্তরে দ্বন্দ তৈরি করতে চাইছে।

আরও পড়ুন: রাশিয়ার ক্ষমতায় বদল আনার কথা বলেননি বাইডেন: হোয়াইট হাউস

তবে রাশিয়ার এক প্রাক্তন রাষ্ট্রপতি মিখাইল কাসানোভ ট্যুইটে মন্তব্য করেন যে পুতিন  ক্ষিপ্রতার সঙ্গে যে পদক্ষেপ নিচ্ছে তাতে দেশটা ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যাবে।মিখাইল কাসানোভ  পুতিনের প্রথম মন্ত্রিসভায় ছিলেন। কাসানোভ আরো অভিযোগ করেন পুতিন দেশে যারা ভিন্নমত পোষণ করছে তাঁদের উপর দমন-পীড়ন চালাচ্ছেন।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলায় বাইডেনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

পুতিন অবশ্য ইউক্রেনে যুদ্ধ চালানোর পক্ষেই সওয়াল করেন। দেশের অrদরে যারা তাঁর যুদ্ধনীতির বিরোধিতা করছে তাদের ‘আত্ম- শুদ্ধি’র কথা বলেন তিনি। এখনো অবধি ইউক্রেনের ৩০ লাখ বাসিন্দা  বাড়ি ঘর হারিয়েছে। এখন তারা উদ্বাস্তু। জাতি সঙ্ঘ তাদের রিপোর্টে জানায় এসব উদ্বাস্তুদের প্রায় ১৫ লাখই শিশু।পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেন-রশিয়ার এই যুদ্ধে প্রতি ১ মিনিটে একজন করে শিশু ঘরছাড়া হচ্ছে। যুদ্ধের কারণে এখনা অবধি ৬৯১ জন সাধারন নাগরিক প্রাণ হারিয়েছে। তার মধ্যে ৪৮ শিশুও আছে। এমনটাই জানায় জাতিসঙ্ঘের মানবাধিকার আধিকারিক।

যদিও হতাহতের আসল সংখ্যাটা আরো অনেক বেশি বলেনে করা হচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এ সপ্তাহে জানিয়ে ছিলেন যুদ্ধে ১৩০০ এর বেশি ইউক্রেন সৈন্য নিহত হয়েছে। বুধবার ইউক্রেনকে বাড়তি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস হোয়াইট হাউসের। রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে  সহায়তা প্রদানের কথা ঘোষণাও করেন।