বিধান শিশু উদ্যানের জমজমাট বসন্তোৎসব

- আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
- / 5
মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার বিকেলে কলকাতা হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে হাজারের কাছাকাছি ব্যক্তিদের কোলাহলে মহাসমারোহে পালিত হলো বসন্তোৎসব। তিনশোর অধিক ক্ষুদে শিক্ষার্থীদের যোগদানে মধুর হয়ে উঠে বসন্তোৎসব। ছিল বাংলার জনপ্রিয় লোকসংগীত ব্যান্ড ‘দোহার’। এদিন বিকেলে হাডকো মোড় থেকে ইএসআই হাসপাতালের সামনে দিয়ে কাকুরগাছি হয়ে পুনরায় বিধান শিশু উদ্যানে শোভাযাত্রার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকারা অংশগ্রহণ করেন। আবির খেলা চলে। এরপর ক্ষুদেদের নাচ, সর্বশেষ দোহার ব্যান্ডের গান। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন, “বসন্তোৎসবের মাধ্যমে আমরা একে অপরের সাথে ভাবের বিনিময় করি।” বিধান শিশু উদ্যানের স্বতঃস্ফূর্ত বসন্তোৎসবে আনন্দমুখর ছিল গোটা এলাকা।