বিরাট কৃতিত্ব: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন
- আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 49
পুবের কলম ওয়েবডেস্ক: অ্যাডিলেডে হাই প্রোফাইল সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফের একটা হাফ সেঞ্চুরি হাকালেন তিনি। আর চলতি বিশ্বকাপের নিজের চতুর্থ অর্ধশত রান করার সঙ্গে সঙ্গে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনবদ্য নজির সৃষ্টি করলেন। ভারতের তো বটেই, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। এই ম্যাচে খেলার আগে বিরাট ৪২ রান দূরে ছিলেন ৪০০০ রান থেকে। সেমিফাইনালে ১৫ তম ওভারে আদিল রশিদকে বাউন্ডারি হাকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের চার হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। ২০১৪ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ফের একবার নিজের জন্য সেই রাস্তা খুলে রাখলেন কিং কোহলি। টি ২০ ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি সর্বোচ্চ স্কোরার। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত তার নামের পাশে রয়েছে ২৯৬ রান । যে রান ছোঁয়ার মত ক্ষমতা এই মুহূর্তে কারও নেই।