বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার

- আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সুন্দরবন এলাকায় তিনটি পৃথক জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেই জনসভা থেকেই তিনি বললেন, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরি করার কথা। এদিন সাগরের সভায় বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘সাগরে যাতায়াতের একমাত্র পথ মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরির জন্য ডিপিআর তৈরি হয়ে গেছে। দেড় হাজার কোটি টাকা লাগবে। দু-তিন বছরের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র রেডি হয়ে গেছে, সমীক্ষা হয়ে গেছে। আমরা ব্রিজ তৈরির জন্য অনেকটা ধাপ এগিয়ে গিয়েছি।’
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার আগে আমি এই পুণ্যভূমিতে আসি। এখানকার উন্নয়নের খুঁটিনাটি বিষয়ে আমি খোঁজ রাখি। গঙ্গাসাগরে বিদ্যুৎ আনার পাশাপাশি আজ যা কিছু উন্নয়ন হয়েছে সমস্তটাই মা মাটি মানুষের সরকারের হাত ধরে।’ ২০২৬ সালের মধ্যে সুন্দরবন সহ মথুরাপুরের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।