০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় কংগ্রেসের বড়সড় ভাঙন,  ১১ বিধায়কের মধ্যে ৮ জনই যোগ দিলেন বিজেপিতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 97

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় ৮ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে রাজ্যটিতে কংগ্রেসের মোট ১১ জন বিধায়কের মধ্যে আর মাত্র ৩ জন অবশিষ্ট থাকায় দলটিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটল। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি’র নেতৃত্বে যখন দেশজুড়ে ‘ভারত জোড়ো’ কর্মসূচি চালানো হচ্ছে তখন কংগ্রেস বিধায়কদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দলটির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার ওই বিধায়করা মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সাথে বিধানসভায় পৌঁছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য স্পিকার রমেশ তাভডকারকে চিঠি দেন। এর পরেই গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে সমস্ত বিধায়ককে বিজেপির সদস্য পদ দিয়েছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

কংগ্রেস ছেড়ে দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিয়া লোবো, কেদার নায়েক, রাজেশ ফালদেসাই, অ্যালেক্সো স্ক্রিয়া, সংকল্প আমোলকার এবং রোডলফো ফার্নাণ্ডেজ। বিদ্রোহী বিধায়কের সংখ্যা দলের মোট শক্তির দুই-তৃতীয়াংশের বেশি হওয়ার ফলে এক্ষেত্রে ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এই প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

এ সম্পর্কে কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র পবন খেরা বিজেপিকে নিশানা করে বলেছেন– বিজেপি ‘ভারত জোড়ো’ যাত্রাকে ভয় পায় এবং তারা নোংরা অপারেশনে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, বিজেপি কেবল ভাঙতে পারে। কংগ্রেস নেতা দীনেশ গুন্ডুরাও বলেছেন,  অর্থ ও ক্ষমতার জোরে গণতান্ত্রিক নীতিমালাকে উড়িয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এর আগে বিধায়ক দিগম্বর কামাত ও মাইকেল লোবো অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপিতে যোগদানের ‘ষড়যন্ত্র’ করছেন বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। গত জুলাইতে গোয়া প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গিরীশ ছোডনকর বলেছিলেন,  কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথাপিছু  ৪০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। এ নিয়ে নানা জল্পনার মধ্যে অবশেষে বুধবার কংগ্রেসের ৮ বিধায়েকের বিজেপিতে যোগ দেওয়ায় কথা ঘোষণা করলেন গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোয়ায় কংগ্রেসের বড়সড় ভাঙন,  ১১ বিধায়কের মধ্যে ৮ জনই যোগ দিলেন বিজেপিতে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় ৮ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে রাজ্যটিতে কংগ্রেসের মোট ১১ জন বিধায়কের মধ্যে আর মাত্র ৩ জন অবশিষ্ট থাকায় দলটিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটল। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি’র নেতৃত্বে যখন দেশজুড়ে ‘ভারত জোড়ো’ কর্মসূচি চালানো হচ্ছে তখন কংগ্রেস বিধায়কদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দলটির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার ওই বিধায়করা মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সাথে বিধানসভায় পৌঁছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য স্পিকার রমেশ তাভডকারকে চিঠি দেন। এর পরেই গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে সমস্ত বিধায়ককে বিজেপির সদস্য পদ দিয়েছেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

কংগ্রেস ছেড়ে দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিয়া লোবো, কেদার নায়েক, রাজেশ ফালদেসাই, অ্যালেক্সো স্ক্রিয়া, সংকল্প আমোলকার এবং রোডলফো ফার্নাণ্ডেজ। বিদ্রোহী বিধায়কের সংখ্যা দলের মোট শক্তির দুই-তৃতীয়াংশের বেশি হওয়ার ফলে এক্ষেত্রে ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এই প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

এ সম্পর্কে কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র পবন খেরা বিজেপিকে নিশানা করে বলেছেন– বিজেপি ‘ভারত জোড়ো’ যাত্রাকে ভয় পায় এবং তারা নোংরা অপারেশনে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, বিজেপি কেবল ভাঙতে পারে। কংগ্রেস নেতা দীনেশ গুন্ডুরাও বলেছেন,  অর্থ ও ক্ষমতার জোরে গণতান্ত্রিক নীতিমালাকে উড়িয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এর আগে বিধায়ক দিগম্বর কামাত ও মাইকেল লোবো অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপিতে যোগদানের ‘ষড়যন্ত্র’ করছেন বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। গত জুলাইতে গোয়া প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গিরীশ ছোডনকর বলেছিলেন,  কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথাপিছু  ৪০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। এ নিয়ে নানা জল্পনার মধ্যে অবশেষে বুধবার কংগ্রেসের ৮ বিধায়েকের বিজেপিতে যোগ দেওয়ায় কথা ঘোষণা করলেন গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে।