০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বছর ধরে ডিউটিতে আসেন না, ৬৪ জন চিকিৎসককে বরখাস্ত করল বিহার সরকার

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 12

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্ক:  চিকিৎসা পরিষেবায় গাফিলতির জেরে ৮১ জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল বিহার সরকার। এদের মধ্যে গত ৫ বছর ধরে চাকরিতে অনুপস্থিত ছিলেন ৬৪ জন চিকিৎসক। জানা গিয়েছে, তারা নিজের দায়িত্ব পালন তো করেননি। তার সঙ্গে সঙ্গে কোনও উপযুক্ত কারণও দেখাতে পারেননি। যে কারণে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আরারিয়া, আওরঙ্গাবাদ, বাঙ্কা, ভাগলপুর, ভোজপুর এবং দারভাঙ্গা জেলা মিলিয়ে ৬৪ জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। তবে এই পদক্ষেপ নেওয়ার আগে চিকিৎসকদের বেশ কয়েকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তাদের অনুপস্থিতির কোনও নির্দিষ্ট কারণ দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিহার সরকার। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জন-সহযোগিতায় জমি এবং ভবন অধিগ্রহণের সঙ্গে সঙ্গে নামকরণের প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার এই সমস্ত সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রীসভা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এদিন মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধান সচিবালয়ে মন্ত্রীপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মোট ৪১টি এজেন্ডায় সিলমোহর পড়ে।

আরও পড়ুন: ‘ডিউটি শেষ, চালাব না প্লেন’! বিমান চালকের আচরণে বিপাকে এয়ার ইন্ডিয়ার ৩৫০ জন যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ বছর ধরে ডিউটিতে আসেন না, ৬৪ জন চিকিৎসককে বরখাস্ত করল বিহার সরকার

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  চিকিৎসা পরিষেবায় গাফিলতির জেরে ৮১ জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল বিহার সরকার। এদের মধ্যে গত ৫ বছর ধরে চাকরিতে অনুপস্থিত ছিলেন ৬৪ জন চিকিৎসক। জানা গিয়েছে, তারা নিজের দায়িত্ব পালন তো করেননি। তার সঙ্গে সঙ্গে কোনও উপযুক্ত কারণও দেখাতে পারেননি। যে কারণে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আরারিয়া, আওরঙ্গাবাদ, বাঙ্কা, ভাগলপুর, ভোজপুর এবং দারভাঙ্গা জেলা মিলিয়ে ৬৪ জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। তবে এই পদক্ষেপ নেওয়ার আগে চিকিৎসকদের বেশ কয়েকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তাদের অনুপস্থিতির কোনও নির্দিষ্ট কারণ দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিহার সরকার। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জন-সহযোগিতায় জমি এবং ভবন অধিগ্রহণের সঙ্গে সঙ্গে নামকরণের প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার এই সমস্ত সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রীসভা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এদিন মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধান সচিবালয়ে মন্ত্রীপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মোট ৪১টি এজেন্ডায় সিলমোহর পড়ে।

আরও পড়ুন: ‘ডিউটি শেষ, চালাব না প্লেন’! বিমান চালকের আচরণে বিপাকে এয়ার ইন্ডিয়ার ৩৫০ জন যাত্রী