পুবের কলম, ওয়েবডেস্ক: ১১ নভেম্বর বিহারের দ্বিতীয় দফা ভোটের সঙ্গে আরও সাত রাজ্যের আটটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই আটটি আসনের মধ্যে ছ’টিতে পরাজিত হয়েছে বিজেপি। জম্মু–কাশ্মীর, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম ও ওড়িশায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জম্মু–কাশ্মীরের বুদগাম আসনে জয়ী হয়েছেন পিডিপির আগা সায়াদ মুন্তাজির মাহাদি। নাগরোটা কেন্দ্রে বিজেপির ডিভ্যানি রানা এগিয়ে থেকে জয় পান। রাজস্থানের অন্ত আসনে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ‘ভাইয়া’ বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন।
ঝাড়খণ্ডের ঘাটশিলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সোমেশ চন্দ্র সোরেন বড় ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনকে পরাজিত করেছেন। তেলেঙ্গানার জুবিলি হিলস আসনে কংগ্রেসের এন নারিন যাদব জয়ী হন। পাঞ্জাবের তরন তারান আসনে আপের হারমিত সিং সান্ধু শিরোমনি আকালি দলের প্রার্থীকে পরাজিত করেন।
মিজোরামের ডাম্পা আসনে এমএনএফের ড. আর লালথাংলিয়ানা জয় লাভ করেন। ওড়িশার নওয়াপাড়া আসনে একমাত্র বিজেপি প্রার্থী জয়ী হন। ভোটদাতাদের উপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল মিজোরামের ডাম্পায়—৮২.৩%। রাজস্থানেও ভোট পড়েছে ৮০.৩%। ঝাড়খণ্ডে ৭৪.৬%, ওড়িশায় ৭৯.৪%, জম্মু–কাশ্মীরের দুই আসনে ৭১.৫% ও ৫০%, পাঞ্জাবে ৬১% এবং তেলেঙ্গানায় ৪৮.৫% ভোট পড়েছে।






























