০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মতুয়া মহাসংঘের অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি সাংসদ শান্তনু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 69

পারিজাত মোল্লা:  এবার মতুয়া মহাসংঘের অশান্তি গড়ালো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে। অনুমতি না নিয়ে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার এই মামলাটি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

বনগাঁয় মতুয়া গোষ্ঠীর ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ঘিরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দায়ের হয়েছে মামলা।

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউকে না জানিয়ে মতুয়া মহা সংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূলের দলবল নিয়ে ভিড় জমান মন্দিরে। শুধু তাই নয়, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগ, এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি  এফআইআর করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতার করা হয়েছে। সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুর।

মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার  শুনানি বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মতুয়া মহাসংঘের অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি সাংসদ শান্তনু

আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার

পারিজাত মোল্লা:  এবার মতুয়া মহাসংঘের অশান্তি গড়ালো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে। অনুমতি না নিয়ে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার এই মামলাটি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

বনগাঁয় মতুয়া গোষ্ঠীর ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ঘিরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দায়ের হয়েছে মামলা।

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউকে না জানিয়ে মতুয়া মহা সংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূলের দলবল নিয়ে ভিড় জমান মন্দিরে। শুধু তাই নয়, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগ, এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি  এফআইআর করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতার করা হয়েছে। সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুর।

মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার  শুনানি বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে ।