পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির ক্ষমতায় আসার পরই বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি করেছে বিজেপি সরকার। এবার বিধানসভায় স্কুলের ফি বৃদ্ধি নিয়ে সরব হলেন আপ নেতা অতিশী মারলেনা। দিল্লি সরকারের লাগামছাড়া ফি বৃদ্ধির ফলে অভিভাবকদের নাভিশ্বাস উঠছে বলে জানান তিনি। স্কুলে ফি বৃদ্ধির মাধ্যমে অভিভাবকদের খোলাখুলি লুটপাট করার ব্যবস্থা করেছে বিজেপি সরকার।অবিলম্বে ফি কমানোর দাবি তুলেছেন তিনি। সেই সঙ্গে সব বেসরকারি স্কুলে সিএজি প্যানেলভুক্ত অডিট করার দাবিও জানিয়েছেন আপ নেতা। বিজেপির সঙ্গে শিক্ষা মাফিয়াদের যোগ রয়েছে বলে অভিযোগ তোলেন দিল্লির বিরোধী দলনেতা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন অতিশী। অতিশী এক সংবাদ সম্মেলনে জানান, “বেসরকারি স্কুলে পড়া শিশুদের অভিভাবকরা দিল্লির বিভিন্ন স্কুল গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। ফি বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অনেক স্কুলের বাইরে গেটে তালা দিয়ে রাখা হয়েছে। অভিভাবকদের স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।” বিধানসভায় দাঁড়িয়ে দিল্লির শিক্ষাব্যবস্থা নিয়ে বিরোধী দলনেতা বিজেপিকে এইভাবেই তোপ দেগেছেন। দিল্লির ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার বেসরকারি স্কুলগুলিতে অস্বাভাবিক রকম ফি বৃদ্ধি করেছে। এরফলে অভিভাবকরা বিপদে পড়েছেন। অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করে লক্ষ লক্ষ পরিবারের ওপর বোঝা চাপানো হচ্ছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা
আপ সরকারের আমলে দিল্লির শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে বলেন, “ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গত দশ বছর আপ সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিল। বেসরকারি স্কুলগুলিতে নিয়মিত অডিট করা হত। অন্যায্যভাবে ফি বৃদ্ধি করা হলে স্কুলগুলিকে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হত। অনেক স্কুলে পাশ করে যাওয়া শিক্ষার্থীদের ডেকে অতিরিক্ত ফি ফেরত দেওয়া হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের আমলে সৎ ভাবে সরকার সব পরিচালনা করেছিল বলেই তা সম্ভব হয়েছিল।”
বেসরকারি স্কুলগুলো নিয়ন্ত্রণে বিজেপি ব্যর্থ বলে জানান অতিশী। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “দিল্লিতে বিজেপি বেসরকারি স্কুলগুলিকে অভিভাবকদের শোষণ করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রতিদিন কোনও না কোনও স্কুলে ফি বৃদ্ধির বিরুদ্ধে নতুন নতুন বিক্ষোভের কথা শোনা যাচ্ছে। এই তালিকা দিন দিন বাড়ছে।” বিভিন্ন স্কুলের অভিভাবকরা আপের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছে। বিরোধী আসনে বসার পড়েও মানুষ আপকে ভরসা করছে এবং বিজেপি সরকারের ওপর তাঁদের আস্থা নেই বলেও জানান বিরোধী দলনেতা অতিশী। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি দিল্লির শিক্ষামন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। শিক্ষামন্ত্রী থাকাকালীন দিল্লির শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয় আম আদমি পার্টি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে তাবড় তাবড় নেতারা পরাজিত হলেও একমাত্র অতিশী তাঁর আসন টিকিয়ে রাখতে পেরেছিলেন।






























