০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় এলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি, জল মেপে এগোতে চান সুকান্ত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 24

মুরলিধর সেন লেনের বিজেপি কার্যালয়ে নয়া বিজেপি রাজ্য সভাপতিকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান দলীয় নেতা, কর্মীরা

পুবের কলম ওয়েবডেস্কঃ দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই প্রথম কলকাতায় এলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ট্রেন থেকে নেমে তিনি সোজা চলে আসেন মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে। সদ্য রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব পাওয়ার পর এদিন কথাবার্তায় যথেষ্ট  সংযমী ছিলেন সুকান্ত।

সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গেও সংযমী প্রতিক্রিয়া দিতে দেখা যায় বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতিকে। দিলীপ দা দলের জন্য অনেক লড়াই করেছেন। মাপা প্রতিক্রিয়া ছিল তাঁর। দলীয় নেতাকর্মীদের উৎসাহিতও করেন তিনি ।

সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন  করলে তিনি বলেন “ অভিষেক প্যারাসুটে নেমেছেন, ওর একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। ও ওর মত দলের জন্য লড়াই করছে, আমি আমার মত লড়ব। অভিষেকের সঙ্গে লড়াইতে যেতে চাইনা”

সামনেই রয়েছে রাজ্যে তিনটি আসনে উপনির্বাচন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভবানীপুর । যেখানে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে পুর নির্বাচন। সেখানে যাতে বিজেপি ভালো ফল করতে পারে তা নিয়েও কথা বলেন দলীয় কর্মী এবং নেতৃত্বের সঙ্গে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় এলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি, জল মেপে এগোতে চান সুকান্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই প্রথম কলকাতায় এলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ট্রেন থেকে নেমে তিনি সোজা চলে আসেন মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে। সদ্য রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব পাওয়ার পর এদিন কথাবার্তায় যথেষ্ট  সংযমী ছিলেন সুকান্ত।

সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গেও সংযমী প্রতিক্রিয়া দিতে দেখা যায় বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতিকে। দিলীপ দা দলের জন্য অনেক লড়াই করেছেন। মাপা প্রতিক্রিয়া ছিল তাঁর। দলীয় নেতাকর্মীদের উৎসাহিতও করেন তিনি ।

সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন  করলে তিনি বলেন “ অভিষেক প্যারাসুটে নেমেছেন, ওর একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। ও ওর মত দলের জন্য লড়াই করছে, আমি আমার মত লড়ব। অভিষেকের সঙ্গে লড়াইতে যেতে চাইনা”

সামনেই রয়েছে রাজ্যে তিনটি আসনে উপনির্বাচন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভবানীপুর । যেখানে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে পুর নির্বাচন। সেখানে যাতে বিজেপি ভালো ফল করতে পারে তা নিয়েও কথা বলেন দলীয় কর্মী এবং নেতৃত্বের সঙ্গে।