০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি আয়োজিত বডি বিল্ডিং প্রতিযোগিতায় হনুমানের মূর্তির সামনেই বিকিনি পরে মহিলাদের দেহসৌষ্ঠব প্রদর্শন! হিন্দুধর্মকে অপমান, কটাক্ষ কংগ্রেসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 92

পুবের কলম, ওয়েবডেস্ক:  হনুমানের মূর্তির সামনেই বিকিনি পরে মহিলাদের বডি বিল্ডিং প্রতিযোগিতাকে ঘিরে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে। এই ঘটনা ঘটনা ঘিরে তরজায় জড়িয়েছে কংগ্রেস ও বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপির আয়োজিত একটি মেগা ইভেন্টে এই ঘটনার সূত্রপাত।

কংগ্রেসের মন্তব্য, দেহসৌষ্ঠবের আড়ালে স্পল্পবসন পরে শরীর প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে বিজেপির কটাক্ষ ক্রীড়া প্রতিযোগিতার  মঞ্চেও মেয়েদের পোশাকে নজর দিয়ে থাকলে বুঝতে হবে কংগ্রেস মেয়েদের কোন নজরে দেখে।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

 

উল্লেখ্য, গত ৪ ও ৫ মার্চ মধ্যপ্রদেশের রতলাম শহরে ১৩তম জুনিয়র  বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি প্রশাসন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রতলামের মেয়র বিজেপির প্রহ্লাদ প্যাটেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপ। দু’জনের বিরুদ্ধেই অশালীনতা এবং কুরুচিকর পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে কংগ্রেস।

প্রতিযোগিতার মঞ্চে রাখা হয় দেহ সৌষ্ঠব চর্চাকারীদের আরাধ্য দেবতা হনুমানের মূর্তি।   তার সামনে বডি বিল্ডিং প্রদর্শন করেন প্রতিযোগিনীরা। প্রত্যেকের পরনেই ছিল বিকিনি। এই ঘটনা ঘিরে সরব হয় কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, হনুমান হিন্দুধর্মে আরাধ্য দেবতা। তার সামনে স্বল্পবসনা রমণীদের বিকিনি পরা অবস্থায় শরীর প্রদর্শন করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

এই ঘটনা নিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গত ৫ মার্চ প্রতিযোগিতাটি শেষ হওয়ার পর রতলামের স্থানীয় কংগ্রেস নেতা এবং প্রাক্তন মেয়র পারস সকলেচা প্রতিযোগিতাস্থলে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে ‘হনুমান চল্লিশা’  পড়ে ওই মঞ্চটিকে ‘শুদ্ধ’ করেছেন।

জেলা যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মায়াক জট বলেন, যারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের স্বয়ং ভগবান হনুমানই তাদের শাস্তি দেবেন।

এ ব্যাপারে রাজ্যের কংগ্রেস প্রধান কমল নাথের সংবাদমাধ্যম উপদেষ্টা পীযূষ বাবেলে চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে।

পীযূষ বাবেলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে ক্ষমা চেয়ে অভিযোগ করেছেন যে রবিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ‘হিন্দু এবং ভগবান হনুমানের প্রতি অসম্মানজনক’।

কংগ্রেসের অভিযোগের জবাবে অবশ্য বিজেপির দাবি, বডি বিল্ডিং  প্রতিযোগিতায় নারী-পুরুষ নির্বিশেষে স্বল্পবাসে থাকাই নিয়ম। কংগ্রেস সেটা জানে না। ক্রীড়াক্ষেত্রে মেয়েদের উন্নতি তারা দেখতে চায় না।

অনুষ্ঠানের কিছু আয়োজক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি আয়োজিত বডি বিল্ডিং প্রতিযোগিতায় হনুমানের মূর্তির সামনেই বিকিনি পরে মহিলাদের দেহসৌষ্ঠব প্রদর্শন! হিন্দুধর্মকে অপমান, কটাক্ষ কংগ্রেসের

আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হনুমানের মূর্তির সামনেই বিকিনি পরে মহিলাদের বডি বিল্ডিং প্রতিযোগিতাকে ঘিরে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে। এই ঘটনা ঘটনা ঘিরে তরজায় জড়িয়েছে কংগ্রেস ও বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপির আয়োজিত একটি মেগা ইভেন্টে এই ঘটনার সূত্রপাত।

কংগ্রেসের মন্তব্য, দেহসৌষ্ঠবের আড়ালে স্পল্পবসন পরে শরীর প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে বিজেপির কটাক্ষ ক্রীড়া প্রতিযোগিতার  মঞ্চেও মেয়েদের পোশাকে নজর দিয়ে থাকলে বুঝতে হবে কংগ্রেস মেয়েদের কোন নজরে দেখে।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

 

উল্লেখ্য, গত ৪ ও ৫ মার্চ মধ্যপ্রদেশের রতলাম শহরে ১৩তম জুনিয়র  বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি প্রশাসন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রতলামের মেয়র বিজেপির প্রহ্লাদ প্যাটেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপ। দু’জনের বিরুদ্ধেই অশালীনতা এবং কুরুচিকর পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে কংগ্রেস।

প্রতিযোগিতার মঞ্চে রাখা হয় দেহ সৌষ্ঠব চর্চাকারীদের আরাধ্য দেবতা হনুমানের মূর্তি।   তার সামনে বডি বিল্ডিং প্রদর্শন করেন প্রতিযোগিনীরা। প্রত্যেকের পরনেই ছিল বিকিনি। এই ঘটনা ঘিরে সরব হয় কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, হনুমান হিন্দুধর্মে আরাধ্য দেবতা। তার সামনে স্বল্পবসনা রমণীদের বিকিনি পরা অবস্থায় শরীর প্রদর্শন করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

এই ঘটনা নিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গত ৫ মার্চ প্রতিযোগিতাটি শেষ হওয়ার পর রতলামের স্থানীয় কংগ্রেস নেতা এবং প্রাক্তন মেয়র পারস সকলেচা প্রতিযোগিতাস্থলে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে ‘হনুমান চল্লিশা’  পড়ে ওই মঞ্চটিকে ‘শুদ্ধ’ করেছেন।

জেলা যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মায়াক জট বলেন, যারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের স্বয়ং ভগবান হনুমানই তাদের শাস্তি দেবেন।

এ ব্যাপারে রাজ্যের কংগ্রেস প্রধান কমল নাথের সংবাদমাধ্যম উপদেষ্টা পীযূষ বাবেলে চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে।

পীযূষ বাবেলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে ক্ষমা চেয়ে অভিযোগ করেছেন যে রবিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ‘হিন্দু এবং ভগবান হনুমানের প্রতি অসম্মানজনক’।

কংগ্রেসের অভিযোগের জবাবে অবশ্য বিজেপির দাবি, বডি বিল্ডিং  প্রতিযোগিতায় নারী-পুরুষ নির্বিশেষে স্বল্পবাসে থাকাই নিয়ম। কংগ্রেস সেটা জানে না। ক্রীড়াক্ষেত্রে মেয়েদের উন্নতি তারা দেখতে চায় না।

অনুষ্ঠানের কিছু আয়োজক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।