০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে নিখোঁজের ৫ দিন পর যুবতীর দেহ উদ্ধার রিসর্টে, ঘটনায় বিজেপিকে নিশানা কংগ্রেসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্ক: অপহরণের পাঁচদিন পরে যুবতীর দেহ মিলল একটি রিসর্টে। উত্তরাখণ্ডের ঘটনা। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস।

পুলিশ সূত্রে খবর,   এক ১৯ বছর বয়সী এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে একটি রিসর্ট থেকে। ওই যুবতী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। উত্তরাখণ্ডের পাউরি এলাকার গারওয়াল এলাকার ঘটনা।

আরও পড়ুন: দুই মুসলিম যুবককে ঘিরে ধরে নির্মম নির্যাতন, প্রাণে মারার চেষ্টা

পুলিশে অপহরণের রিপোর্ট দায়ের হয়। বৃহস্পতিবার ওই যুবতীর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর ১৮ সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মৃতের নাম অঙ্কিতা ভান্ডারি(১৯)। উত্তরাখণ্ডের পাউরি গারওয়ালের বাসিন্দা ছিল। অঙ্কিতা লক্ষ্মণ ঝুলার অঞ্চলে একটি বেসরকারি রির্সটে রিসেপসনিস্টের কাজ করতেন।

আরও পড়ুন: অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলে-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মৃতার পরিবারের তরফ থেকে গত ১৮ সেপ্টেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানানোর তিনদিন পরে ২১ সেপ্টেম্বর নিখোঁজের অভিযোগ রেজিস্টার হয়। এদিকে পুলিশ জানিয়েছে, মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকেই রিসর্টে মালিক ও ম্যানেজার পলাতক ছিল।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

পুলিশ এই ঘটনায় রিসর্টে মালিক পুলকিত আর্য, সহকারি ম্যানেজার অঙ্কিত গুপ্তা, ম্যানেজার সৌরভ ভাস্করকে গ্রেফতার করেছে।

উত্তরাখণ্ডের কংগ্রেসের মুখপাত্র গরিমা দাশনির অভিযোগ, এই মামলায় অন্যতম অভিযুক্তের নাম বিনোদ আর্য। বিজেপির সঙ্গে যোগসূত্র রয়েছে তার।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন,   যুবতী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। তাদের এলাকার রেভিনিউ থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। পরে অভিযোগটি লক্ষ্মণ ঝুলা থানায় স্থানান্তরিত করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরাখণ্ডে নিখোঁজের ৫ দিন পর যুবতীর দেহ উদ্ধার রিসর্টে, ঘটনায় বিজেপিকে নিশানা কংগ্রেসের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অপহরণের পাঁচদিন পরে যুবতীর দেহ মিলল একটি রিসর্টে। উত্তরাখণ্ডের ঘটনা। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস।

পুলিশ সূত্রে খবর,   এক ১৯ বছর বয়সী এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে একটি রিসর্ট থেকে। ওই যুবতী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। উত্তরাখণ্ডের পাউরি এলাকার গারওয়াল এলাকার ঘটনা।

আরও পড়ুন: দুই মুসলিম যুবককে ঘিরে ধরে নির্মম নির্যাতন, প্রাণে মারার চেষ্টা

পুলিশে অপহরণের রিপোর্ট দায়ের হয়। বৃহস্পতিবার ওই যুবতীর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর ১৮ সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মৃতের নাম অঙ্কিতা ভান্ডারি(১৯)। উত্তরাখণ্ডের পাউরি গারওয়ালের বাসিন্দা ছিল। অঙ্কিতা লক্ষ্মণ ঝুলার অঞ্চলে একটি বেসরকারি রির্সটে রিসেপসনিস্টের কাজ করতেন।

আরও পড়ুন: অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলে-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মৃতার পরিবারের তরফ থেকে গত ১৮ সেপ্টেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানানোর তিনদিন পরে ২১ সেপ্টেম্বর নিখোঁজের অভিযোগ রেজিস্টার হয়। এদিকে পুলিশ জানিয়েছে, মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকেই রিসর্টে মালিক ও ম্যানেজার পলাতক ছিল।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরি পড়ুয়াদের বেছে বেছে মারধর-হেনস্থা

পুলিশ এই ঘটনায় রিসর্টে মালিক পুলকিত আর্য, সহকারি ম্যানেজার অঙ্কিত গুপ্তা, ম্যানেজার সৌরভ ভাস্করকে গ্রেফতার করেছে।

উত্তরাখণ্ডের কংগ্রেসের মুখপাত্র গরিমা দাশনির অভিযোগ, এই মামলায় অন্যতম অভিযুক্তের নাম বিনোদ আর্য। বিজেপির সঙ্গে যোগসূত্র রয়েছে তার।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন,   যুবতী গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। তাদের এলাকার রেভিনিউ থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। পরে অভিযোগটি লক্ষ্মণ ঝুলা থানায় স্থানান্তরিত করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।