০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 45

 

 

আরও পড়ুন: Darjeeling Tea: ১৬৯ বছরের ইতিহাসে উৎপাদন সর্বনিম্ন, চিন্তায় চা চাষিরা

 

আরও পড়ুন: ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন বিশ্বে

 

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান, চোখ রাঙাচ্ছে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার  ‘ডাম’  

অর্পিতা লাহিড়ী, কলকাতার বড়দিন মানে অবশ্যই পার্কস্ট্রীট সেই সঙ্গে বোব্যারাক। মধ্য  কলকাতার  বৌ বাজার  অঞ্চলে এই বো ব্যারাকে এই মুহূর্তে  প্রায় ১৩২টি পরিবারের কমবেশি  ৪০০ আবাসিক  রয়েছেন। বড়দিন আর বর্ষবরণের জন্য দূরে  থাকা প্রবাসী আত্মীয়রা আসেন বো ব্যারাকে। উৎসব পায় অন্য  মাত্রা। বো ব্যারাকের বাসিন্দা মাইলে

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

 

বো ব্যারাকের আবাসিক স্টিফেন এবং তাঁর পরিবার  পুবের কলম ডিজিটাল কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন ঘরে বানানো  ভিন্দালু,কেক দিয়ে জমে ওঠে উৎসব। সারা বছর  অধীর আগ্রহে  তাঁরা অপেক্ষা করেন এইদিনটির জন্য।

 

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

 

মিশ্র এক সংস্কৃতির জন্ম দিয়েছে বো ব্যারাক। এখানে চিনা  থেকে শুরু করে ক্যাথলিক, মুসলিম এমনকি হিন্দুরাও বসবাস করেন।বড়দিন কে স্বাগত জানাতে সেজে উঠছে  বো ব্যারাক। নাচ,গানের সঙ্গে  কবজি ডুবিয়ে  খাওয়া দাওয়া।  রাতভর  চলবে উৎসব। ২৫ ডিসেম্বরের  আগেই ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রং-বেরঙের বেলুন আর আলোর রোশনাই-এ সেজেছে  মহল্লা। ফি বছর এখানে ভিড় করেন শহরের মানুষ। তবে বড়দিনের মরসুমে এ পাড়ার ব্যস্থতা অনেকটাই বেশি। পার্ক স্ট্রিট, সেন্ট পলস, ক্যাথিড্রালেও মতোই এখন এই বো-ব্যারাকও এখন তিলোত্তমা কলকাতার  বাসিন্দাদের অন্যতম ডেস্টিনেশন বড়দিনের মরসুমে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার

 

 

আরও পড়ুন: Darjeeling Tea: ১৬৯ বছরের ইতিহাসে উৎপাদন সর্বনিম্ন, চিন্তায় চা চাষিরা

 

আরও পড়ুন: ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন বিশ্বে

 

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান, চোখ রাঙাচ্ছে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার  ‘ডাম’  

অর্পিতা লাহিড়ী, কলকাতার বড়দিন মানে অবশ্যই পার্কস্ট্রীট সেই সঙ্গে বোব্যারাক। মধ্য  কলকাতার  বৌ বাজার  অঞ্চলে এই বো ব্যারাকে এই মুহূর্তে  প্রায় ১৩২টি পরিবারের কমবেশি  ৪০০ আবাসিক  রয়েছেন। বড়দিন আর বর্ষবরণের জন্য দূরে  থাকা প্রবাসী আত্মীয়রা আসেন বো ব্যারাকে। উৎসব পায় অন্য  মাত্রা। বো ব্যারাকের বাসিন্দা মাইলে

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

 

বো ব্যারাকের আবাসিক স্টিফেন এবং তাঁর পরিবার  পুবের কলম ডিজিটাল কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন ঘরে বানানো  ভিন্দালু,কেক দিয়ে জমে ওঠে উৎসব। সারা বছর  অধীর আগ্রহে  তাঁরা অপেক্ষা করেন এইদিনটির জন্য।

 

ইতিহাসকে সঙ্গী করে বড়দিনের উৎসবে সামিল বো ব্যারাকও

 

মিশ্র এক সংস্কৃতির জন্ম দিয়েছে বো ব্যারাক। এখানে চিনা  থেকে শুরু করে ক্যাথলিক, মুসলিম এমনকি হিন্দুরাও বসবাস করেন।বড়দিন কে স্বাগত জানাতে সেজে উঠছে  বো ব্যারাক। নাচ,গানের সঙ্গে  কবজি ডুবিয়ে  খাওয়া দাওয়া।  রাতভর  চলবে উৎসব। ২৫ ডিসেম্বরের  আগেই ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রং-বেরঙের বেলুন আর আলোর রোশনাই-এ সেজেছে  মহল্লা। ফি বছর এখানে ভিড় করেন শহরের মানুষ। তবে বড়দিনের মরসুমে এ পাড়ার ব্যস্থতা অনেকটাই বেশি। পার্ক স্ট্রিট, সেন্ট পলস, ক্যাথিড্রালেও মতোই এখন এই বো-ব্যারাকও এখন তিলোত্তমা কলকাতার  বাসিন্দাদের অন্যতম ডেস্টিনেশন বড়দিনের মরসুমে।