২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৮ ম্যাচে অপরাজিত বক্সার ডেভিন হ্যানে, মঞ্চে বললেন, ‘ আল্লাহু আকবার’

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
  • / 68

 

 

আরও পড়ুন: ৪৩তম ইসলামি বিপ্লব দিবস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে কাঁপল ইরান

 

আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ হুঙ্কারে হেনস্থা, ‘আল্লাহু আকবর’ উচ্চারণে জবাব হিজাবির, ভাইরাল ভিডিও

পুবের কলম প্রতিবেদকঃ কেরিয়ারের শুরুতেই ৩৪ ম্যাচে অপরাজিত থাকা বিশ্বসেরা বক্সার সনি লিস্টনকে হারিয়ে বক্সিং দুনিয়ায় সবাইকে নিজের উপস্থিতি টের পাইয়ে দিয়েছিলেন মুহাম্মদ আলী। পরবর্তীতে ৪০টি লড়াইয়ের প্রতিটিতেই জয়ী জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ারের মতো সেরাদের হারিয়ে তারকায় পরিণত হন এই মার্কিন বক্সার। দীর্ঘ সময় পর আর এক মুহাম্মদ আলীকে পেতে চলেছে বক্সিং বিশ্ব। তিনি ডেভিন হ্যানে। মাত্র ২৩ বছর বয়সে টানা ২৮ ম্যাচে অপরাজিত থেকে ইতিহাস গড়েছেন মুহাম্মদ আলীর দেশের এই মুসলিম বক্সারটি।

ডেভিনের বয়স এখন মাত্র ২৩। এই বয়সেই জিতেছেন একাধিক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। এর পাশাপাশি টানা ২৮টি বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতে ইতিহাস গড়েছেন। তাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের লাইটওয়েট চ্যাম্পিয়ন ডেভিন হ্যানেকে নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। একের পর এক ২৭টি প্রতিযোগিতা জেতার পর এবার অস্ট্রেলিয়ার  হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ কম্বোসকে হারিয়ে নিজের ২৮ নম্বর ম্যাচেও অপরাজিত থাকার নজির গড়লেন আমেরিকার এই মুসলিম বক্সার।

ডেভিন হ্যানের জন্ম সানফ্রান্সিসকোতে। যদিও কাজের সন্ধানে তাঁর পিতা বিল হ্যানেকে লাস ভেগাসে যেতে হয়। পরবর্তীতে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে ডেভিনের পরিবার। আর সেখানেই মাত্র ৭ বছর বয়সে বক্সিংয়ে হাতেখড়ি ডেভিনের। বক্সিংয়ের প্রতি অগাধ টানের কারণে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় স্তরে ৭টি চ্যাম্পিয়নশিপ জিতে নেন তিনি। সেবছরেই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নজির গড়েন ১৭ বছরের হ্যানে। ২০১৯ সালে বিশ্ব বক্সিং কাউন্সিলের খেতাবও জেতেন তিনি। ২০২১ সালে ‘ওয়ার্ল্ড বেস্ট অ্যাক্টিভ লাইট ওয়েট’ শিরোপাও নিজের দখলে রাখেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২০২১-এর এপ্রিলেই ডেভিন ইসলাম ধর্মগ্রহণ করেন।

জনপ্রিয়তার শিখরে উঠে আসা ডেভিন হ্যানে হঠাৎ ইসলাম ধর্মগ্রহণ করায় তাঁর বহু সমর্থকেরা হতাশা প্রকাশ করেন। যদিও সেদিকে কান না দিয়ে তিনি একের পর এক প্রতিযোগিতায় অপরাজিত থেকে যাওয়ার লড়াইয়ে মনোযোগী হয়ে ওঠেন। তাতেই তিনি সেরার সেরা তকমা পেতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। পরবর্তীতে তাঁর পিতা বিল হ্যানে ও তার ছোট ভাইও ইসলাম ধর্মগ্রহণ করেন। এর মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে পিতা বিল হ্যানের সঙ্গে একটি নামায পাঠের ছবি পোস্ট করেন। যে ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর থেকে তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পবিত্র আল্লাহ্র প্রশংসায় নানান বিষয় পোস্ট করতে শুরু করেন।

এর মধ্যে সম্প্রতি মেলবোর্নে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ডেভিন হ্যানেকে মুখোমুখি হতে হল টানা ২০ ম্যাচে অপরাজিত থাকা বিশ্ব চ্যাম্পিয়ন অ জর্জ কম্বোসসের বিরুদ্ধে। প্রত্যাশামতো এই ম্যাচেও ১২টি রাউন্ডের ১২টিতেই জিতে চমক দিলেন ডেভিন। বিশ্বের অষ্টম বক্সার হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে থাকার নজির সৃষ্টি করলেন। এমন জয়ের পর উচ্ছ্বসিত ডেভিন রিংয়ের বাইরে উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মেতে উঠেন। শুরুতেই পবিত্র আল্লাহ্কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আল্লাহ্র ইচ্ছায় আমি এই প্রতিযোগিতায় জয় পেয়েছি। এর জন্য আল্লাহ্কে অনেক অনেক ধন্যবাদ। আজ এমন জয়ের দিনে পিতাকে পাশে পেয়ে খুব খুশি। তাঁর অসাধারণ কোচিং, তাঁর সাহায্য এবং অক্লান্ত পরিশ্রমে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। একইসঙ্গে এই সবকিছুর জন্য মহান আল্লাহ্কে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আল্লাহু আকবার।’ একটু থেমে, ‘আমি কাউকে ছোট না করেই বলতে চাই, আমাকে যেখানে, যাঁর বিরুদ্ধেই লড়তে দেওয়া হোক না কেন, আমি তাঁকে হারিয়ে দেব।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮ ম্যাচে অপরাজিত বক্সার ডেভিন হ্যানে, মঞ্চে বললেন, ‘ আল্লাহু আকবার’

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: ৪৩তম ইসলামি বিপ্লব দিবস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে কাঁপল ইরান

 

আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ হুঙ্কারে হেনস্থা, ‘আল্লাহু আকবর’ উচ্চারণে জবাব হিজাবির, ভাইরাল ভিডিও

পুবের কলম প্রতিবেদকঃ কেরিয়ারের শুরুতেই ৩৪ ম্যাচে অপরাজিত থাকা বিশ্বসেরা বক্সার সনি লিস্টনকে হারিয়ে বক্সিং দুনিয়ায় সবাইকে নিজের উপস্থিতি টের পাইয়ে দিয়েছিলেন মুহাম্মদ আলী। পরবর্তীতে ৪০টি লড়াইয়ের প্রতিটিতেই জয়ী জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ারের মতো সেরাদের হারিয়ে তারকায় পরিণত হন এই মার্কিন বক্সার। দীর্ঘ সময় পর আর এক মুহাম্মদ আলীকে পেতে চলেছে বক্সিং বিশ্ব। তিনি ডেভিন হ্যানে। মাত্র ২৩ বছর বয়সে টানা ২৮ ম্যাচে অপরাজিত থেকে ইতিহাস গড়েছেন মুহাম্মদ আলীর দেশের এই মুসলিম বক্সারটি।

ডেভিনের বয়স এখন মাত্র ২৩। এই বয়সেই জিতেছেন একাধিক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। এর পাশাপাশি টানা ২৮টি বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতে ইতিহাস গড়েছেন। তাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের লাইটওয়েট চ্যাম্পিয়ন ডেভিন হ্যানেকে নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। একের পর এক ২৭টি প্রতিযোগিতা জেতার পর এবার অস্ট্রেলিয়ার  হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ কম্বোসকে হারিয়ে নিজের ২৮ নম্বর ম্যাচেও অপরাজিত থাকার নজির গড়লেন আমেরিকার এই মুসলিম বক্সার।

ডেভিন হ্যানের জন্ম সানফ্রান্সিসকোতে। যদিও কাজের সন্ধানে তাঁর পিতা বিল হ্যানেকে লাস ভেগাসে যেতে হয়। পরবর্তীতে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে ডেভিনের পরিবার। আর সেখানেই মাত্র ৭ বছর বয়সে বক্সিংয়ে হাতেখড়ি ডেভিনের। বক্সিংয়ের প্রতি অগাধ টানের কারণে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় স্তরে ৭টি চ্যাম্পিয়নশিপ জিতে নেন তিনি। সেবছরেই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নজির গড়েন ১৭ বছরের হ্যানে। ২০১৯ সালে বিশ্ব বক্সিং কাউন্সিলের খেতাবও জেতেন তিনি। ২০২১ সালে ‘ওয়ার্ল্ড বেস্ট অ্যাক্টিভ লাইট ওয়েট’ শিরোপাও নিজের দখলে রাখেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২০২১-এর এপ্রিলেই ডেভিন ইসলাম ধর্মগ্রহণ করেন।

জনপ্রিয়তার শিখরে উঠে আসা ডেভিন হ্যানে হঠাৎ ইসলাম ধর্মগ্রহণ করায় তাঁর বহু সমর্থকেরা হতাশা প্রকাশ করেন। যদিও সেদিকে কান না দিয়ে তিনি একের পর এক প্রতিযোগিতায় অপরাজিত থেকে যাওয়ার লড়াইয়ে মনোযোগী হয়ে ওঠেন। তাতেই তিনি সেরার সেরা তকমা পেতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। পরবর্তীতে তাঁর পিতা বিল হ্যানে ও তার ছোট ভাইও ইসলাম ধর্মগ্রহণ করেন। এর মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে পিতা বিল হ্যানের সঙ্গে একটি নামায পাঠের ছবি পোস্ট করেন। যে ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর থেকে তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পবিত্র আল্লাহ্র প্রশংসায় নানান বিষয় পোস্ট করতে শুরু করেন।

এর মধ্যে সম্প্রতি মেলবোর্নে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ডেভিন হ্যানেকে মুখোমুখি হতে হল টানা ২০ ম্যাচে অপরাজিত থাকা বিশ্ব চ্যাম্পিয়ন অ জর্জ কম্বোসসের বিরুদ্ধে। প্রত্যাশামতো এই ম্যাচেও ১২টি রাউন্ডের ১২টিতেই জিতে চমক দিলেন ডেভিন। বিশ্বের অষ্টম বক্সার হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে থাকার নজির সৃষ্টি করলেন। এমন জয়ের পর উচ্ছ্বসিত ডেভিন রিংয়ের বাইরে উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মেতে উঠেন। শুরুতেই পবিত্র আল্লাহ্কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আল্লাহ্র ইচ্ছায় আমি এই প্রতিযোগিতায় জয় পেয়েছি। এর জন্য আল্লাহ্কে অনেক অনেক ধন্যবাদ। আজ এমন জয়ের দিনে পিতাকে পাশে পেয়ে খুব খুশি। তাঁর অসাধারণ কোচিং, তাঁর সাহায্য এবং অক্লান্ত পরিশ্রমে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। একইসঙ্গে এই সবকিছুর জন্য মহান আল্লাহ্কে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আল্লাহু আকবার।’ একটু থেমে, ‘আমি কাউকে ছোট না করেই বলতে চাই, আমাকে যেখানে, যাঁর বিরুদ্ধেই লড়তে দেওয়া হোক না কেন, আমি তাঁকে হারিয়ে দেব।’