ভারত–পাক ম্যাচ বয়কটের আহ্বান নিহত সেনার স্ত্রীর
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 382
পুবের কলম, ওয়েব ডেস্ক: পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত শুবম দ্বিবেদীর স্ত্রী ঐশান্যা এক আবেগঘন আবেদন জানিয়েছেন। তিনি ভারত–পাকিস্তান এশিয়া কাপ ২০২৫ ম্যাচকে বয়কট করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, “এই ম্যাচ থেকে যে বিপুল অর্থ আয় হয়, তা শেষ পর্যন্ত পাকিস্তানের হাতে যায় এবং সেটিই সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়।”
ঐশান্যা বলেন, পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, যেটি বারবার ভারতের ওপর হামলা চালায়। তিনি প্রশ্ন তোলেন, “আমরা কেন সেই দেশকে টাকা দেব? তারা সেই অর্থ দিয়ে আবার আমাদের ওপর হামলার প্রস্তুতি নেবে।”তিনি আরও বলেন, ভারতীয়দের উচিত শুধু মাঠে নয়, আর্থিক ক্ষেত্রেও প্রতিবাদ জানানো।
টিভি না দেখা বা স্পনসরদের বয়কট করাই হতে পারে সবচেয়ে বড় প্রতিবাদ। তাঁর অনুরোধ, “আপনারা দয়া করে ম্যাচটি টিভিতে দেখবেন না, ওদের অর্থ দেবেন না।”এই আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সমর্থনের পাশাপাশি আলোচনারও সৃষ্টি করেছে।
































