০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চবর্ণের মেয়েকে বিয়ে, গুজরাতের একটি গ্রামের ১৭ টি পরিবারকে বয়কট

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্ক: উচ্চবর্ণের মেয়েকে বিয়ে। তারই অপরাধে গুজরাতের  একটি গ্রামের ১৭টি পরিবারকে বয়কট  করা হয়েছে বলেই অভিযোগ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্যের ভুট্টাবাদ  গ্রামের নাপিত সম্প্রদায়ের এক ছেলে  উচ্চ বর্ণের এক  মেয়েকে  ভালোবেসে বিয়ে করে। মেয়েটি মূলত চৌধুরী  সম্প্রদায়ের। নিজের থেকে উচ্চ বর্ণের মেয়েকে বিয়ে করার অপরাধে সমগ্র নাপিত গোষ্ঠীকেই ভিটেমাটি ছাড়া করতে উঠেপড়ে লেগেছে গ্রামবাসী। এহেন ঘটনায় বেজায় সমস্যার মুখে পতিত হয়েছে ওই পরিবারগুলি।

সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছেলেটির পরিবার জানিয়েছে, আমাদের ছেলে সচিন নাই, উচ্চবর্ণের একটি মেয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমাদেরকে কোনও কিছু না জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের ৯ ডিসেম্বর পোস্টের মাধ্যমে তারা বিবাহ সার্টিফিকেট পাঠায়। তখনই আমরা তাদের বিয়ে সম্পর্কে জানতে পারি। এই বিয়ের কথা জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরো গ্রাম জুড়ে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

এই প্রসঙ্গে নাপিত গোষ্ঠীর এক ভুক্তভোগি জানিয়েছেন, ঘটনাটি জানাজানি হতে,আমাদের সন্তানদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন না তারা। বাজারে তাঁদের কাছে কিছুই বিক্রি করা হচ্ছে না। সকাল বিকেল মুখে দুমুঠো অন্ন তোলা দায় হয়ে উঠছে তাঁদের কাছে।এমনকি  গর্ভবতী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে জেলা কালেক্টরের হস্তক্ষেপের জন্য আবেদনোও জানিয়েছিল তারা। এই বিষয়ে জেলা কালেক্টরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যাবেলাতেই আমি পুরো বিষয়টা জানতে পেরেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রামে লোক পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়ের সমাধানের চেষ্টা করছি’।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চবর্ণের মেয়েকে বিয়ে, গুজরাতের একটি গ্রামের ১৭ টি পরিবারকে বয়কট

আপডেট : ২০ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: উচ্চবর্ণের মেয়েকে বিয়ে। তারই অপরাধে গুজরাতের  একটি গ্রামের ১৭টি পরিবারকে বয়কট  করা হয়েছে বলেই অভিযোগ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্যের ভুট্টাবাদ  গ্রামের নাপিত সম্প্রদায়ের এক ছেলে  উচ্চ বর্ণের এক  মেয়েকে  ভালোবেসে বিয়ে করে। মেয়েটি মূলত চৌধুরী  সম্প্রদায়ের। নিজের থেকে উচ্চ বর্ণের মেয়েকে বিয়ে করার অপরাধে সমগ্র নাপিত গোষ্ঠীকেই ভিটেমাটি ছাড়া করতে উঠেপড়ে লেগেছে গ্রামবাসী। এহেন ঘটনায় বেজায় সমস্যার মুখে পতিত হয়েছে ওই পরিবারগুলি।

সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছেলেটির পরিবার জানিয়েছে, আমাদের ছেলে সচিন নাই, উচ্চবর্ণের একটি মেয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমাদেরকে কোনও কিছু না জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের ৯ ডিসেম্বর পোস্টের মাধ্যমে তারা বিবাহ সার্টিফিকেট পাঠায়। তখনই আমরা তাদের বিয়ে সম্পর্কে জানতে পারি। এই বিয়ের কথা জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরো গ্রাম জুড়ে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

এই প্রসঙ্গে নাপিত গোষ্ঠীর এক ভুক্তভোগি জানিয়েছেন, ঘটনাটি জানাজানি হতে,আমাদের সন্তানদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন না তারা। বাজারে তাঁদের কাছে কিছুই বিক্রি করা হচ্ছে না। সকাল বিকেল মুখে দুমুঠো অন্ন তোলা দায় হয়ে উঠছে তাঁদের কাছে।এমনকি  গর্ভবতী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে জেলা কালেক্টরের হস্তক্ষেপের জন্য আবেদনোও জানিয়েছিল তারা। এই বিষয়ে জেলা কালেক্টরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যাবেলাতেই আমি পুরো বিষয়টা জানতে পেরেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রামে লোক পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়ের সমাধানের চেষ্টা করছি’।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!