০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: গ্রেফতার হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়  

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 27

পুবের কলম ওয়েব ডেস্কঃ এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগ তার বিরুদ্ধে। ২ প্রাক্তন এসএসসি কর্তার পরে এবার সিবিআই-এর জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মেডিক্যাল টেস্টের জন্য আপাতত এসএসকেএমে আনা হয়েছে তাঁকে। দুর্নীতিতে সরাসরি যোগ থাকার অভিযোগ।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ-

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

১. নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়া

 

২. যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ

 

৩. বাগ কমিটির রিপোর্টে নাম

 

৪. গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি

 

৫. ‘হাই জাম্প’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া

 

বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছিল  সিবিআই। সিবিআইয়ের এফআইআর তালিকায় এক নম্বরে শান্তিপ্রসাদের নাম ও ৪ নম্বরে ছিল অশোক সাহার নাম। হাই কোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার। শান্তিপ্রসাদ ও অশোকের বাড়ি গিয়ে সিবিআই একাধিকবার তল্লাশি চালায়।অশোক সাহা ছিলেন এসএসসি-২ এর প্রাক্তন সচিব ও চেয়ারম্যানের দায়িত্বে নিযুক্ত ছিলেন।উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় আগেই ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।

 

প্রায় ৬ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়। ২০১৬ সাল ওই পদে বসানো হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, তাঁর আমলে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সংক্রান্ত নানান প্রশ্ন করা হলে, একটি প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: গ্রেফতার হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়  

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগ তার বিরুদ্ধে। ২ প্রাক্তন এসএসসি কর্তার পরে এবার সিবিআই-এর জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মেডিক্যাল টেস্টের জন্য আপাতত এসএসকেএমে আনা হয়েছে তাঁকে। দুর্নীতিতে সরাসরি যোগ থাকার অভিযোগ।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ-

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

১. নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়া

 

২. যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ

 

৩. বাগ কমিটির রিপোর্টে নাম

 

৪. গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি

 

৫. ‘হাই জাম্প’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া

 

বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছিল  সিবিআই। সিবিআইয়ের এফআইআর তালিকায় এক নম্বরে শান্তিপ্রসাদের নাম ও ৪ নম্বরে ছিল অশোক সাহার নাম। হাই কোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার। শান্তিপ্রসাদ ও অশোকের বাড়ি গিয়ে সিবিআই একাধিকবার তল্লাশি চালায়।অশোক সাহা ছিলেন এসএসসি-২ এর প্রাক্তন সচিব ও চেয়ারম্যানের দায়িত্বে নিযুক্ত ছিলেন।উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় আগেই ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।

 

প্রায় ৬ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়। ২০১৬ সাল ওই পদে বসানো হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, তাঁর আমলে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সংক্রান্ত নানান প্রশ্ন করা হলে, একটি প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।