BREAKING:বিধানসভায় বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানিয়ে পার্থ বাড়িতে চিঠি

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 44
পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভায় বিএ কমিটির বৈঠকে জেলবন্দি পার্থকে আমন্ত্রণ।পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে।অধ্যক্ষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিএ কমিটির সদস্য এবং তাঁর বিধায়ক পদ এখনও খারিজ হয়নি,এবং পুরো বিষয়টি বিচারাধীন।তাই নিয়ম মেনেই বিএ কমিটির বৈঠকে অন্যান্য সদস্যদের পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে।১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন।
গ্রেফতার হওয়ার সময় রাজ্যের পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভা পরিচালনায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মন্ত্রী হওয়ায় BA কমিটির সদস্যও ছিলেন তিনি। গ্রেফতারির পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর বিধায়ক পদ যায়নি। ফলে এখনো BA কমিটির সদস্য রয়েছেন তিনি। যার জেরে পার্থবাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।