BREAKING NEWS: নিয়োগ দুর্নীতির মধ্যেই আজ প্রাথমিকের টেটের ফলপ্রকাশ

- আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতির মধ্যেই আজ প্রাথমিকের টেটের ফলপ্রকাশ। ফল প্রকাশের পর ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট।
পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, “১১ ডিসেম্বর টেট হয়েছিল। ২ মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হল। রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন।”
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রথম দশে আছেন মোট ১৭৭ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং। তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় হয়েছেন ৪ জন। প্রাপ্ত নম্বর ১৩২। চারজনই মহিলা। হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয় হয়েছেন চারজন। এরমধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী, বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল, উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান,। সকলেরই প্রাপ্ত নম্বর ১৩১।