০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ব্রেকিং: রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা ৩০ হাজার, কাউন্সেলিং শুরু ৩০ জুন

ইমামা খাতুন
- আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক:রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা প্রায় ৩৪ হাজার। ৩০ জুনের পর শুরু হবে কাউন্সেলিং। এবারের পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। গত ৩০ এপ্রিল হয়েছিল পরীক্ষা। ২৬ দিনের মাথায় হল ফলপ্রকাশ। পড়ুয়ারা নিজের র্যাঙ্ক কার্ড বিকেল ৪টে থেকে দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে। সেখানে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা।