০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং:মাধ্যমিকে মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সামরিন পড়তে চায় বিজ্ঞান বিভাগে 

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
  • / 14

পারিজাত মোল্লা, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির বাসিন্দা মুন্সি মহম্মদ আবুল বারকতের মেয়ে সামরিন আক্তার এবার মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে।কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরীরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের এই কৃতি পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নাম্বার পেয়েছে। অঙ্কে ১০০, বাংলায় ৯৩, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবনবিজ্ঞানে ৯৮, ইংরেজিতে ১০০,ইতিহাসে ৯৭, ভূগোলে ৯৯ নাম্বার পেয়েছে সে।বিদ্যালয়ের গত টেস্ট পরীক্ষায় ৬৭৮ নাম্বার পেয়েছিল সে।টেস্টের ফলাফল প্রকাশের পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে সামরিন বলে জানিয়েছেন ওর আব্বা মুন্সি মহম্মদ আবুল বারকত।যিনি কাটোয়া শহরের কাশিরাম দাস শিক্ষা নিকেতনের বায়ো-সায়েন্সের শিক্ষক। তিনি তাঁর মেয়ে কে জীবনবিজ্ঞান বিষয়টি পড়াতেন। তাছাড়া প্রতিটি বিষয়েই গৃহশিক্ষক রেখেছেন বারকত বাবু।সামরিন আক্তার সংশ্লিষ্ট বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক পড়তে চায় বিজ্ঞান বিভাগে। মেডিকেল নিয়ে পড়াশোনা করার টার্গেট রয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে প্রত্যেহ সাত – আট ঘন্টা করে পড়াশোনা করতো বলে জানা গেছে। সামরিন ছবি আঁকতে ভালোবাসে।এর পাশাপাশি পাঠ্যপুস্তকের মাঝে হ্যারি পটারের মত রোমাঞ্চকর বই পড়তে ভূলতো না সে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ৭ লক্ষের বেশি পড়ুয়া ২,৮৬৭ টি পরীক্ষাকেন্দ্রে ৪০ হাজার পরীক্ষকদের নজরদারিতে মাধ্যমিক পরীক্ষা দেয়।শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির সামরিন আক্তার ৬৮৬ নাম্বার পেয়ে সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই কৃতি কে অভিনন্দন জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেকিং:মাধ্যমিকে মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সামরিন পড়তে চায় বিজ্ঞান বিভাগে 

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির বাসিন্দা মুন্সি মহম্মদ আবুল বারকতের মেয়ে সামরিন আক্তার এবার মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে।কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরীরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের এই কৃতি পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নাম্বার পেয়েছে। অঙ্কে ১০০, বাংলায় ৯৩, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবনবিজ্ঞানে ৯৮, ইংরেজিতে ১০০,ইতিহাসে ৯৭, ভূগোলে ৯৯ নাম্বার পেয়েছে সে।বিদ্যালয়ের গত টেস্ট পরীক্ষায় ৬৭৮ নাম্বার পেয়েছিল সে।টেস্টের ফলাফল প্রকাশের পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে সামরিন বলে জানিয়েছেন ওর আব্বা মুন্সি মহম্মদ আবুল বারকত।যিনি কাটোয়া শহরের কাশিরাম দাস শিক্ষা নিকেতনের বায়ো-সায়েন্সের শিক্ষক। তিনি তাঁর মেয়ে কে জীবনবিজ্ঞান বিষয়টি পড়াতেন। তাছাড়া প্রতিটি বিষয়েই গৃহশিক্ষক রেখেছেন বারকত বাবু।সামরিন আক্তার সংশ্লিষ্ট বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক পড়তে চায় বিজ্ঞান বিভাগে। মেডিকেল নিয়ে পড়াশোনা করার টার্গেট রয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে প্রত্যেহ সাত – আট ঘন্টা করে পড়াশোনা করতো বলে জানা গেছে। সামরিন ছবি আঁকতে ভালোবাসে।এর পাশাপাশি পাঠ্যপুস্তকের মাঝে হ্যারি পটারের মত রোমাঞ্চকর বই পড়তে ভূলতো না সে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ৭ লক্ষের বেশি পড়ুয়া ২,৮৬৭ টি পরীক্ষাকেন্দ্রে ৪০ হাজার পরীক্ষকদের নজরদারিতে মাধ্যমিক পরীক্ষা দেয়।শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির সামরিন আক্তার ৬৮৬ নাম্বার পেয়ে সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই কৃতি কে অভিনন্দন জানিয়েছেন।