০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Waqf Law বাতিলের ব্রিগেড সমাবেশের ডাক

আবুল খায়ের
  • আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
  • / 74

আসিফ রেজা আনসারী: আগামী ২৬ এপ্রিল ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে কলকাতার ব্রিগেড ময়দানে মহাসমাবেশ করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (All India Muslim Personal Law Board)। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করল ল’ বোর্ড। এ দিন সাংবাদিক সম্মেলন করেন ল’ বোর্ডের মুখপাত্র এস.কিউ.আর ইলিয়াস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড রোডে ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সেখ হায়দার আলি, মুফতি আবদুল মাতিন, উমার ওয়াবিস, ইশহাক মল্লিক প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতার কারণ তুলে ধরেন এস.কিউ.আর ইলিয়াস। অন্যদিকে ক্বারী ফজলুর রহমানকে রাজ্যের কনভেনর করে সব সংগঠন যৌথভাবে পর্সোনাল ল’ বোর্ডের (All India Muslim Personal Law Board) ব্যানারে ব্রিগেড মহাসমাবেশ করবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘WAQF ACT মানছি না’ স্লোগানে মুখরিত শহর কলকাতা

ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতায় এস.কিউ.আর ইলিয়াস বলেন, নয়া আইনে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মন্দির, গির্জা বা গুরুদুয়ারার জন্য পৃথক কমিটির আছে, সেখানে সরকার হস্তক্ষেপ করে না। শুধু মুসলিমদের ওয়াকফের উপর আক্রমণ করা হল বলেও তিনি মন্তব্য করেন। বিবাদমান ওয়াকফের ক্ষেত্রে ‘ব্যবহারকারীর মাধ্যমে ওয়াকফ’ বা যেগুলি ওয়াকফ হিসাবে ব্যবহৃত হচ্ছে সেগুলি রাখা হবে না বলে আশঙ্কা করেন তিনি। তাঁর কথায়, নতুন নতুন মামলা করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দলিল দেখানে না পারলে সরকার সেগুকি কেড়ে নেবে। তিনি আরও বলেন, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ঢোকানো হয়েছে, সংবিধান স্বীকৃত স্বাধীনভাবে ধর্মাচারণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওয়াকফ করার জন্য প্র্যাক্টিসিং মুসলিম হওয়া বাধ্যতামূলক করারও তিনি নিন্দা করেন। তাঁর কথায়, আমাদের দেশের মন্দির-মসজিদের জন্য জমি দান করার ক্ষেত্রে ধর্মীয় বাছ-বিচারের ইতিহাস নেই। এর মাধ্যমে নতুন করে আল্লার নামে দান করার জায়গা বন্ধ করতে চাইছে সরকার।

আরও পড়ুন: WAQF ACT: বিক্ষোভে অবরুদ্ধ শহর কলকাতা

ব্রিগেড সমাবেশ নিয়ে ক্বারী ফজলুর রহমান বলেন, আমরা আগামী ২৬ এপ্রিল মহা-সমাবেশ করব। ব্রিগেডের সমাবেশ পার্সোনাল ল’ বোর্ডের (All India Muslim Personal Law Board) ব্যানারেই হবে। তার আগে ১১ থেকে ১৮ এপ্রিল সপ্তাহজুড়ে ওয়াকফ আইনের (Waqf Law) নানান দিক সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। অন্যদিকে চলতি মাসের ৩০ তারিখ রাত ন’টার সময় আধ ঘণ্টার জন্য ঘরের বাতি নিভিয়ে প্রতিবাদ জানানো হবে। আদালতে যেমন লড়াই চলবে তেমনি ময়দানেও বিক্ষোভ-প্রতিবাদ জারি রাখার কথা বলেন এস.কিউ.আর ইলিয়াস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Waqf Law বাতিলের ব্রিগেড সমাবেশের ডাক

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

আসিফ রেজা আনসারী: আগামী ২৬ এপ্রিল ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে কলকাতার ব্রিগেড ময়দানে মহাসমাবেশ করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (All India Muslim Personal Law Board)। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করল ল’ বোর্ড। এ দিন সাংবাদিক সম্মেলন করেন ল’ বোর্ডের মুখপাত্র এস.কিউ.আর ইলিয়াস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড রোডে ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সেখ হায়দার আলি, মুফতি আবদুল মাতিন, উমার ওয়াবিস, ইশহাক মল্লিক প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতার কারণ তুলে ধরেন এস.কিউ.আর ইলিয়াস। অন্যদিকে ক্বারী ফজলুর রহমানকে রাজ্যের কনভেনর করে সব সংগঠন যৌথভাবে পর্সোনাল ল’ বোর্ডের (All India Muslim Personal Law Board) ব্যানারে ব্রিগেড মহাসমাবেশ করবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘WAQF ACT মানছি না’ স্লোগানে মুখরিত শহর কলকাতা

ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতায় এস.কিউ.আর ইলিয়াস বলেন, নয়া আইনে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মন্দির, গির্জা বা গুরুদুয়ারার জন্য পৃথক কমিটির আছে, সেখানে সরকার হস্তক্ষেপ করে না। শুধু মুসলিমদের ওয়াকফের উপর আক্রমণ করা হল বলেও তিনি মন্তব্য করেন। বিবাদমান ওয়াকফের ক্ষেত্রে ‘ব্যবহারকারীর মাধ্যমে ওয়াকফ’ বা যেগুলি ওয়াকফ হিসাবে ব্যবহৃত হচ্ছে সেগুলি রাখা হবে না বলে আশঙ্কা করেন তিনি। তাঁর কথায়, নতুন নতুন মামলা করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দলিল দেখানে না পারলে সরকার সেগুকি কেড়ে নেবে। তিনি আরও বলেন, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ঢোকানো হয়েছে, সংবিধান স্বীকৃত স্বাধীনভাবে ধর্মাচারণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওয়াকফ করার জন্য প্র্যাক্টিসিং মুসলিম হওয়া বাধ্যতামূলক করারও তিনি নিন্দা করেন। তাঁর কথায়, আমাদের দেশের মন্দির-মসজিদের জন্য জমি দান করার ক্ষেত্রে ধর্মীয় বাছ-বিচারের ইতিহাস নেই। এর মাধ্যমে নতুন করে আল্লার নামে দান করার জায়গা বন্ধ করতে চাইছে সরকার।

আরও পড়ুন: WAQF ACT: বিক্ষোভে অবরুদ্ধ শহর কলকাতা

ব্রিগেড সমাবেশ নিয়ে ক্বারী ফজলুর রহমান বলেন, আমরা আগামী ২৬ এপ্রিল মহা-সমাবেশ করব। ব্রিগেডের সমাবেশ পার্সোনাল ল’ বোর্ডের (All India Muslim Personal Law Board) ব্যানারেই হবে। তার আগে ১১ থেকে ১৮ এপ্রিল সপ্তাহজুড়ে ওয়াকফ আইনের (Waqf Law) নানান দিক সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। অন্যদিকে চলতি মাসের ৩০ তারিখ রাত ন’টার সময় আধ ঘণ্টার জন্য ঘরের বাতি নিভিয়ে প্রতিবাদ জানানো হবে। আদালতে যেমন লড়াই চলবে তেমনি ময়দানেও বিক্ষোভ-প্রতিবাদ জারি রাখার কথা বলেন এস.কিউ.আর ইলিয়াস।