সন্দেশখালিতে দু’টুকরো হল বিদ্যাধরী খালের সেতু

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম প্রতিবেদক : সন্দেশখালিতে দু’টুকরো হল বিদ্যাধরী খালের সেতু। সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারী এলাকার নিউ তালতলায় বিদ্যাধরী খালের উপরে থাকা একটি সেতু বৃহস্পতিবার হঠাৎ ভেঙে পড়ে যায়। এই ঘটনার জেরে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মানুষের যাতায়াতে।
অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কার্যত থমকে গিয়েছে। ক্ষুব্ধ মানুষজন জানান, “আমরা অফিস যেতে পারছি না, ছাত্রছাত্রীরা পড়তে যেতে পারছে না। প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।”এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন ও সরব হন প্রশাসনের বিরুদ্ধে। তাঁদের সাফ দাবি-“অবিলম্বে একটি নতুন ব্রিজ তৈরি করতে হবে।”
সাধারণ মানুষের ক্ষোভের তীর সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর দিকে। স্থানীয়দের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ নেননি। তাঁদের কথায়, “ভোটের সময় বিধায়ক মানুষের দুয়ারে ঘোরেন, প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ পাওয়া যায় না। এতদিন ধরে বলার পরেও এই ভাঙা সেতুর দিকে নজর দেননি।” এই ঘটনার পর এলাকাজুড়ে চাপা উত্তেজনা রয়েছে। এখন দেখার, প্রশাসন জনপ্রতিনিধিরা দ্রুত কোনও ব্যবস্থা নেন কি না।