০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাকে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগছে?’, কুস্তিগিরদের প্রশ্ন করত ব্রিজভূষণ, আদালতে বললেন সরকারি আইনজীবী

সামিমা এহসানা
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 23

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘কুস্তি খেলতে চাইলে মুখ বন্ধ রাখো। আমি ক্যারিয়ার গড়ে দিতে পারি, আবার শেষ করতেও পারি’। মহিলা কুস্তিগিরদের ঠিক এই ভাষাতে হুমকি দিত ভারতীয় কুস্তি ফেডরেশনের (WFI) প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভুষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। রাউস এভিনিউ কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে শুনানি চলাকালীন একথা বলেন দিল্লি পুলিশের আইনজীবী। ব্রিজভুষণকে সশরীরে হাজিরা দিতে বলা হলেও টাল বাহানা করে সে আসেনি।

সরকারি আইনজীবী বিচারককে বলেন, এক মহিলা কুস্তিগিরকে ব্রিজভুষণ বলেছিল, ‘ধুতি–পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে?’ আইনজীবী প্রশ্ন তোলেন, এধরণের প্রশ্ন কোনও মহিলাকে করা যায় কিনা। আরও একটি ঘটনার কথা বিচারককে জানান তিনি। ব্রিজভূষণ এক মহিলা কুস্তিগিরকে জড়িয়ে ধরার পর বলে, সে নাকি বাবার মত স্নেহে তাকে জড়িয়ে ধরেছে। আইনজীবী প্রশ্ন তোলেন,  জড়িয়ে ধরার পর ‘কি হিসেবে জড়িয়ে ধরা হয়েছে’, তার ব্যাখ্যা কেন দিতে গেল ব্রিজভূষণ? তার মানে তার উদ্দেশ্য অবশ্যই খারাপ ছিল।

তিনি বলেন, ব্রিজভূষণ ঘনিষ্ঠ ও ডব্লিউএফআই এর প্রাক্তন অ্যাসিসটেন্ট সেক্রেটারি বিনোদ তোমারের অফিস পুরুষ কুস্তিগিরদের জন্য বন্ধ থাকত। সেখানে কোনও পুরুষকে ঢুকতে দেওয়া হত না। একমাত্র মহিলাদের এন্ট্রি ছিল তার অফিসে। আইনজীবী বলেন, এসব ঘটনা থেকে স্পষ্ট, ব্রিজভূষণ ও তার ঘনিষ্ঠরা মহিলা কুস্তিগিরদের কুনজরেই দেখত।

উল্লেখ্য, বহু আন্দোলনের পর মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামালায় গত বছর ১৫ জুন বিজেপির ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলা এখনও চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমাকে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগছে?’, কুস্তিগিরদের প্রশ্ন করত ব্রিজভূষণ, আদালতে বললেন সরকারি আইনজীবী

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘কুস্তি খেলতে চাইলে মুখ বন্ধ রাখো। আমি ক্যারিয়ার গড়ে দিতে পারি, আবার শেষ করতেও পারি’। মহিলা কুস্তিগিরদের ঠিক এই ভাষাতে হুমকি দিত ভারতীয় কুস্তি ফেডরেশনের (WFI) প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভুষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। রাউস এভিনিউ কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে শুনানি চলাকালীন একথা বলেন দিল্লি পুলিশের আইনজীবী। ব্রিজভুষণকে সশরীরে হাজিরা দিতে বলা হলেও টাল বাহানা করে সে আসেনি।

সরকারি আইনজীবী বিচারককে বলেন, এক মহিলা কুস্তিগিরকে ব্রিজভুষণ বলেছিল, ‘ধুতি–পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে?’ আইনজীবী প্রশ্ন তোলেন, এধরণের প্রশ্ন কোনও মহিলাকে করা যায় কিনা। আরও একটি ঘটনার কথা বিচারককে জানান তিনি। ব্রিজভূষণ এক মহিলা কুস্তিগিরকে জড়িয়ে ধরার পর বলে, সে নাকি বাবার মত স্নেহে তাকে জড়িয়ে ধরেছে। আইনজীবী প্রশ্ন তোলেন,  জড়িয়ে ধরার পর ‘কি হিসেবে জড়িয়ে ধরা হয়েছে’, তার ব্যাখ্যা কেন দিতে গেল ব্রিজভূষণ? তার মানে তার উদ্দেশ্য অবশ্যই খারাপ ছিল।

তিনি বলেন, ব্রিজভূষণ ঘনিষ্ঠ ও ডব্লিউএফআই এর প্রাক্তন অ্যাসিসটেন্ট সেক্রেটারি বিনোদ তোমারের অফিস পুরুষ কুস্তিগিরদের জন্য বন্ধ থাকত। সেখানে কোনও পুরুষকে ঢুকতে দেওয়া হত না। একমাত্র মহিলাদের এন্ট্রি ছিল তার অফিসে। আইনজীবী বলেন, এসব ঘটনা থেকে স্পষ্ট, ব্রিজভূষণ ও তার ঘনিষ্ঠরা মহিলা কুস্তিগিরদের কুনজরেই দেখত।

উল্লেখ্য, বহু আন্দোলনের পর মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামালায় গত বছর ১৫ জুন বিজেপির ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলা এখনও চলছে।