২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 সব জল্পনার অবসান ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ  সব জল্পনার অবসান মাত্র দেড়মাসের মধ্যেই ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস।বৃহস্পিতবার ইস্তফা দিতে বাধ্য হলেন তিনি। মাত্র কদিন আগেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি। এর পর ইস্তফা দেন  সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ফের নতুন করে অচলাবস্থা দেখা গেল রাণীর দেশে

শপথ নেওয়ার মাত্র   মাত্র ৪৪ দিন যেতে না যেতেই সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন।

আরও পড়ুন: সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে তুমুল সমালোচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজের প্রতিদ্বন্দ্বী ছলেন ভারতীয় বংশোদ্ভূত আর এক কনজারভেটিভ প্রার্থী ঋষি সুনক। তবে শেষ পর্যায়ের লড়াইয়ে দলীয় সদস্যদের থেকে অধিক সমর্থন পেয়েই অনেকখানি এগিয়ে যান লিজ। পিছিয়ে পড়েন ঋষি। বৃহস্পতিবারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নতুন করে আবার সুযোগ পেতে পারেন ঋষি? ট্রাস  অবশ্য তাঁর বিদায়ী ভাষণে এ ব্যাপারে জানিয়েছেন।

আরও পড়ুন: ” আমার ভুল হয়েছে ” ক্ষমা চাইলেন লিজ ট্রাস

বৃহস্পতিবার তাঁর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে  ট্রাস বলেন, পরবর্তী নেতৃত্ব  বেছে নেওয়ার আগে পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। তবে আগামী সপ্তাহেই হবে নির্বাচন। তিনি আরও  বলেন ‘‘আজ সকালেই পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ব্যাপারে আমার কথা হয়েছে ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডির সঙ্গে। পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই একটি নির্বাচন হতে চলেছে। দেশের নিরাপত্তা যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে ওই নির্বাচনে জয়ী হয়ে আসা পরবর্তী নেতৃত্ব।’’

আরও পড়ুন: লিজ ট্রাসের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যান

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 সব জল্পনার অবসান ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  সব জল্পনার অবসান মাত্র দেড়মাসের মধ্যেই ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস।বৃহস্পিতবার ইস্তফা দিতে বাধ্য হলেন তিনি। মাত্র কদিন আগেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি। এর পর ইস্তফা দেন  সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ফের নতুন করে অচলাবস্থা দেখা গেল রাণীর দেশে

শপথ নেওয়ার মাত্র   মাত্র ৪৪ দিন যেতে না যেতেই সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন।

আরও পড়ুন: সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে তুমুল সমালোচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজের প্রতিদ্বন্দ্বী ছলেন ভারতীয় বংশোদ্ভূত আর এক কনজারভেটিভ প্রার্থী ঋষি সুনক। তবে শেষ পর্যায়ের লড়াইয়ে দলীয় সদস্যদের থেকে অধিক সমর্থন পেয়েই অনেকখানি এগিয়ে যান লিজ। পিছিয়ে পড়েন ঋষি। বৃহস্পতিবারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নতুন করে আবার সুযোগ পেতে পারেন ঋষি? ট্রাস  অবশ্য তাঁর বিদায়ী ভাষণে এ ব্যাপারে জানিয়েছেন।

আরও পড়ুন: ” আমার ভুল হয়েছে ” ক্ষমা চাইলেন লিজ ট্রাস

বৃহস্পতিবার তাঁর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে  ট্রাস বলেন, পরবর্তী নেতৃত্ব  বেছে নেওয়ার আগে পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। তবে আগামী সপ্তাহেই হবে নির্বাচন। তিনি আরও  বলেন ‘‘আজ সকালেই পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ব্যাপারে আমার কথা হয়েছে ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডির সঙ্গে। পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই একটি নির্বাচন হতে চলেছে। দেশের নিরাপত্তা যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে ওই নির্বাচনে জয়ী হয়ে আসা পরবর্তী নেতৃত্ব।’’

আরও পড়ুন: লিজ ট্রাসের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যান