২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রানির প্রয়াণের পর ব্রিটিশ রাজপরিবারের পতাকাতে বদল, একগুচ্ছ নিয়ম মানতে হবে নয়া রাজা তৃতীয় চার্লসকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 113

পুবের কলম, ওয়েবডেস্ক:  ব্রিটেনের সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস। রাজা তৃতীয় চার্লস নামে ভূষিত হবেন তিনি। শনিবার চার্লসের নাম রাজা হিসেবে ঘোষণা করা হবে। আর এবার থেকে আর ভ্রমণে পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ভ্রমণ করতে পারবেন নতুন রাজা চার্লস। ব্রিটেনের সিংহাসনে বসার পর, এবার থেকে রাজপরিবারের রীতি অনুযায়ী বছরে দুবার জন্মদিন পালন করতে পারবেন চার্লস।

ব্রিটেনের রাজ পরিবারের গদিতে বসার পর একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে নতুন রাজা তৃতীয় চার্লসের জীবনে। এবার থেকে তৃতীয় চার্লস পাসপোর্ট ছাড়াই বিদেশে ভ্রমণ করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তার আর পাসপোর্ট লাগবে না, কারণ তাঁর নামে এবার থেকে সমস্ত নথি ইস্যু করা হবে।

আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

এবার থেকে প্রতিটি নথিতে লেখা থাকবে ‘হিজ ব্রিটানিক মেজেস্টি’স সেক্রেটারি অফ স্টেট’। এবার থেকে অনুমোদনের জন্য এই কথা উল্লেখ করতে হবে। বলা যায়, রাজাই একমাত্র মানুষ যিনি একমাত্র অনুমতি ছাড়াই গাড়ি চালাতে পারবেন। আর বাকিদের অনুমতি নিতে হলে, আবেদন পত্রে ‘হিজ ব্রিটানিক মেজেস্টি’স’ কথা উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: বিদেশি ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে আমেরিকা

রাজ পরিবারের নিয়ম অনুসারে রানি দ্বিতীয় এলিজাবেথ দুটি জন্মদিন পালন করতেন। রানির আসল জন্মদিন ছিল ২১ এপ্রিল। অন্যটি ছিল জুন  মাসের দ্বিতীয় মঙ্গলবার। সেইদিন সরকারিভাবে জন্মদিন পালন করতেন। কারণ সেই সময় গ্রীষ্ণকালীন আবহাওয়ায় প্যারেডের পক্ষে ছিল উত্তম পরিবেশ।

আরও পড়ুন: অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো যাবে না রায় ডাচ আদালতের

যেহেতু চার্লসের জন্মদিন ১৪ নভেম্বর শীতের শুরুতে, তাই সম্ভবত গরমের সময় তাঁর একটি সরকারি জন্মদিন দিন থাকবে। এই দিনে ১৪০০ সেনা, ২০০টি ঘোড়া এবং ৪০০জন সংগীতশিল্পী-সকলে মিলে রাজার উদ্দেশে বিশেষ শোভাযাত্রা করবেন।

ব্রিটিশ রাজা ভোট দেন না এবং নির্বাচনে দাঁড়াতে পারেন না। রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে অবশ্যই রাজনৈতিক বিষয়ে কঠোরভাবে নিরপেক্ষ থাকতে হবে। তারা সংসদীয় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন, সংসদ থেকে আইন অনুমোদন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক বৈঠকে জড়িত। ব্রিটিশ রাজা শুধু মানুষের ওপর রাজত্ব করেন না, ব্রিটেনের ডলফিন, হাঁস-সহ অন্যান্য জলচর প্রাণীদের উপরেও শাসনের অধিকার থাকবে রাজার। যে সংস্থাগুলি তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেবে, তাদের বিশেষ ওয়ারেন্ট দেবেন প্রিন্স চার্লস। বারবেরি, ক্যাডবেরি, জাগুয়ার কার, ল্যান্ড রোভার, স্যামসাং এবং ওয়েটরোজ সুপারমার্কেটগুলি রাজকীয় ওয়ারেন্ট সহ কোম্পানিগুলির মধ্যে রয়েছে। রাজাকে নিয়ে কবিতা লেখার জন্য পোয়েট লরিয়েট থাকবেন। দশ বছর অন্তর রাজকবি বদলে দেওয়া হয়।

ব্রিটিশ রাজপরিবারের পতাকাতেও বদল আনা হবে। এতদিন যে পতাকা ব্যবহার করা হত, সেখানে রানির এলিজাবেথের নামের প্রথম অক্ষর ‘ই’ লেখা থাকত। কিন্তু তাঁর মৃত্যুর পরে সেই অক্ষর  সরিয়ে ফেলা হবে। কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলিতেও রানির সফরের সময়ে এই  পতাকা উত্তোলন করা হত। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের প্রধান হিসাবে যুবরাজ  চার্লস যখন সফরে যাবেন, সেই সময়েও নতুন পতাকা তোলা হবে। সেখানে সম্ভবত চার্লস নামের অক্ষর বসবে।

ব্রিটেনের টাকাতেও বদল আসবে। বর্তমানে ব্রিটিশ টাকায় রানির ছবি দেওয়া থাকত। সেই নোটই এখনও ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখন নতুন করে চার্লসের ছবি দিয়ে নোট ছাপাতে হবে। এই কাজে বেশ সময় সময় লাগবে।

সম্প্রতি ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়েছেন লিজ ট্রাস। কিছুদিন আগেই গঠিত হয়েছে নয়া মন্ত্রিসভা।  সকলেই রানির নামে শপথ  নেবেন বলে জানা ছিল। কিন্তু তাঁর প্রয়াণের পর পিছিয়ে হল সেই শপথ অনুষ্ঠান। এখন রাজা তৃতীয় চার্লসের নামে শপথ নেবেন লিজ ট্রাসের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানির প্রয়াণের পর ব্রিটিশ রাজপরিবারের পতাকাতে বদল, একগুচ্ছ নিয়ম মানতে হবে নয়া রাজা তৃতীয় চার্লসকে

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ব্রিটেনের সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস। রাজা তৃতীয় চার্লস নামে ভূষিত হবেন তিনি। শনিবার চার্লসের নাম রাজা হিসেবে ঘোষণা করা হবে। আর এবার থেকে আর ভ্রমণে পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ভ্রমণ করতে পারবেন নতুন রাজা চার্লস। ব্রিটেনের সিংহাসনে বসার পর, এবার থেকে রাজপরিবারের রীতি অনুযায়ী বছরে দুবার জন্মদিন পালন করতে পারবেন চার্লস।

ব্রিটেনের রাজ পরিবারের গদিতে বসার পর একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে নতুন রাজা তৃতীয় চার্লসের জীবনে। এবার থেকে তৃতীয় চার্লস পাসপোর্ট ছাড়াই বিদেশে ভ্রমণ করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তার আর পাসপোর্ট লাগবে না, কারণ তাঁর নামে এবার থেকে সমস্ত নথি ইস্যু করা হবে।

আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

এবার থেকে প্রতিটি নথিতে লেখা থাকবে ‘হিজ ব্রিটানিক মেজেস্টি’স সেক্রেটারি অফ স্টেট’। এবার থেকে অনুমোদনের জন্য এই কথা উল্লেখ করতে হবে। বলা যায়, রাজাই একমাত্র মানুষ যিনি একমাত্র অনুমতি ছাড়াই গাড়ি চালাতে পারবেন। আর বাকিদের অনুমতি নিতে হলে, আবেদন পত্রে ‘হিজ ব্রিটানিক মেজেস্টি’স’ কথা উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: বিদেশি ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে আমেরিকা

রাজ পরিবারের নিয়ম অনুসারে রানি দ্বিতীয় এলিজাবেথ দুটি জন্মদিন পালন করতেন। রানির আসল জন্মদিন ছিল ২১ এপ্রিল। অন্যটি ছিল জুন  মাসের দ্বিতীয় মঙ্গলবার। সেইদিন সরকারিভাবে জন্মদিন পালন করতেন। কারণ সেই সময় গ্রীষ্ণকালীন আবহাওয়ায় প্যারেডের পক্ষে ছিল উত্তম পরিবেশ।

আরও পড়ুন: অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো যাবে না রায় ডাচ আদালতের

যেহেতু চার্লসের জন্মদিন ১৪ নভেম্বর শীতের শুরুতে, তাই সম্ভবত গরমের সময় তাঁর একটি সরকারি জন্মদিন দিন থাকবে। এই দিনে ১৪০০ সেনা, ২০০টি ঘোড়া এবং ৪০০জন সংগীতশিল্পী-সকলে মিলে রাজার উদ্দেশে বিশেষ শোভাযাত্রা করবেন।

ব্রিটিশ রাজা ভোট দেন না এবং নির্বাচনে দাঁড়াতে পারেন না। রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে অবশ্যই রাজনৈতিক বিষয়ে কঠোরভাবে নিরপেক্ষ থাকতে হবে। তারা সংসদীয় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন, সংসদ থেকে আইন অনুমোদন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক বৈঠকে জড়িত। ব্রিটিশ রাজা শুধু মানুষের ওপর রাজত্ব করেন না, ব্রিটেনের ডলফিন, হাঁস-সহ অন্যান্য জলচর প্রাণীদের উপরেও শাসনের অধিকার থাকবে রাজার। যে সংস্থাগুলি তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেবে, তাদের বিশেষ ওয়ারেন্ট দেবেন প্রিন্স চার্লস। বারবেরি, ক্যাডবেরি, জাগুয়ার কার, ল্যান্ড রোভার, স্যামসাং এবং ওয়েটরোজ সুপারমার্কেটগুলি রাজকীয় ওয়ারেন্ট সহ কোম্পানিগুলির মধ্যে রয়েছে। রাজাকে নিয়ে কবিতা লেখার জন্য পোয়েট লরিয়েট থাকবেন। দশ বছর অন্তর রাজকবি বদলে দেওয়া হয়।

ব্রিটিশ রাজপরিবারের পতাকাতেও বদল আনা হবে। এতদিন যে পতাকা ব্যবহার করা হত, সেখানে রানির এলিজাবেথের নামের প্রথম অক্ষর ‘ই’ লেখা থাকত। কিন্তু তাঁর মৃত্যুর পরে সেই অক্ষর  সরিয়ে ফেলা হবে। কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলিতেও রানির সফরের সময়ে এই  পতাকা উত্তোলন করা হত। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের প্রধান হিসাবে যুবরাজ  চার্লস যখন সফরে যাবেন, সেই সময়েও নতুন পতাকা তোলা হবে। সেখানে সম্ভবত চার্লস নামের অক্ষর বসবে।

ব্রিটেনের টাকাতেও বদল আসবে। বর্তমানে ব্রিটিশ টাকায় রানির ছবি দেওয়া থাকত। সেই নোটই এখনও ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখন নতুন করে চার্লসের ছবি দিয়ে নোট ছাপাতে হবে। এই কাজে বেশ সময় সময় লাগবে।

সম্প্রতি ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়েছেন লিজ ট্রাস। কিছুদিন আগেই গঠিত হয়েছে নয়া মন্ত্রিসভা।  সকলেই রানির নামে শপথ  নেবেন বলে জানা ছিল। কিন্তু তাঁর প্রয়াণের পর পিছিয়ে হল সেই শপথ অনুষ্ঠান। এখন রাজা তৃতীয় চার্লসের নামে শপথ নেবেন লিজ ট্রাসের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।