ম্যানইউ ছেড়ে আল হিলালের পথে ব্রুনো ফার্নান্ডেজ
- আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
- / 146
পুবের কলম ওয়েবডেস্ক: প্রিমিয়ার লিগসহ সদ্য শেষ হওয়া ইউরোপের বিভিন্ন লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাব প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চূড়ান্ত হতাশ তাদের সমর্থকরা। এই ব্যর্থতায় দলের একাধিক নামজাদা ফুটবলার বিক্রি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসেন খোদ ম্যানইউ’র মালিকপক্ষ।
তার মধ্যে এ দিন আবার জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চলেছেন সে দলেরই অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। সবচেয়ে অবাক করার মতো বিষয়, ম্যানইউ ছেড়ে তিনি নাকি সউদি আরবের প্রথম সারির ক্লাব আল হিলালে যোগ দেওয়ার কথা ভাবছেন।
২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন ব্রুনো। তারপর থেকে এখন পর্যন্ত তিনি ম্যানইউ’র হয়ে ২৯০ ম্যাচে ৯৮ গোল করেছেন। গত মরশুমে তিনি লিগে সর্বোচ্চ ১৯ গোল করে ম্যানইউকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন।
গত বছর আগস্টে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়ানো ব্রুনো ম্যানইউ’র সর্বোচ্চ বেতনভোগীদের একজন। তবে আল হিলালের প্রস্তাবে তার বেতন দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সউদির ক্লাবটির সঙ্গে ফার্নান্ডেজের প্রতিনিধিদের সম্প্রতি আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আল হিলালও নাকি ব্রুনোকে শীঘ্রই নিজেদের দলে টেনে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চাইছে। কারণ, ক্লাব বিশ্বকাপে তাদের মুখোমুখি হতে হবে রিয়াল মাoিদ, রেডবুল সালজবুর্গ ও পাচুকার মতো দলগুলির সঙ্গে। তাই আগামী সপ্তাহের মধ্যে তাকে নাকি ইউনাইটেড ছাড়া না-ছাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে দিয়েছে আল হিলাল। শোনা যাচ্ছে, রেকর্ড অর্থে সউদি ক্লাবে যোগ দেওয়ার কথা ভাবছেন ম্যানইউ’র ৩০ বছর বয়সি এই পর্তুগিজ মিডফিল্ডার।





























