০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর নৃশংসতা: জামাআতে ইসলামী হিন্দের তীব্র নিন্দা

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 17

পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতন ও হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। সম্প্রতি, কিছু দুষ্কৃতিকারী প্রকাশ্যে এক বৃদ্ধ ব্যবসায়ীকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেঁধে মারধর করে। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্য উদাহরণ এবং আইনের শাসনের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

যদিও পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে, জামাআতের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে মূল অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে, এই ঘটনার পেছনে থাকা উসকানিদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর হামলার নিন্দা, শাস্তির দাবি

জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডাঃ মসিহুর রহমান অবিলম্বে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, সংখ্যালঘু ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: গাড়ি থামিয়ে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনা: ধৃত ২ বিজেপি কর্মী

ডাঃ রহমান জানান, একটি গণতান্ত্রিক দেশে ব্যবসা করার অধিকার মৌলিক অধিকার। ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্যাতন করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। জামাআত এই ধরণের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত নাগরিক, মানবাধিকার সংগঠন এবং বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: কেরলের দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ধর্মান্তরের দায়ে ধৃত ছত্তিসগড়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর নৃশংসতা: জামাআতে ইসলামী হিন্দের তীব্র নিন্দা

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতন ও হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। সম্প্রতি, কিছু দুষ্কৃতিকারী প্রকাশ্যে এক বৃদ্ধ ব্যবসায়ীকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেঁধে মারধর করে। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্য উদাহরণ এবং আইনের শাসনের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

যদিও পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে, জামাআতের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে মূল অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে, এই ঘটনার পেছনে থাকা উসকানিদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর হামলার নিন্দা, শাস্তির দাবি

জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডাঃ মসিহুর রহমান অবিলম্বে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, সংখ্যালঘু ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: গাড়ি থামিয়ে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনা: ধৃত ২ বিজেপি কর্মী

ডাঃ রহমান জানান, একটি গণতান্ত্রিক দেশে ব্যবসা করার অধিকার মৌলিক অধিকার। ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্যাতন করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। জামাআত এই ধরণের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত নাগরিক, মানবাধিকার সংগঠন এবং বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: কেরলের দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ধর্মান্তরের দায়ে ধৃত ছত্তিসগড়ে