২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নদিয়া সীমান্তে সোনা উদ্ধার

শফিকুল ইসলাম
  • আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার
  • / 27

করিমপুর সীমান্তে প্রায় ১৫ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের

 

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: 

বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টার সময় বাজেয়াপ্ত করা হয় দুটি সোনার বিস্কুট।উদ্ধার হওয়া শোনার ওজন ২৩৩.২২ গ্রাম।ভারতীয় বাজারে এর আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬৬ হাজার ৯৯৪ টাকা। আইনের প্রক্রিয়ার জন্য করিমপুর শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে সোনার বিস্কুট দুটি।

সাউথ বেঙ্গল ফন্ট ইয়ারের মুখপাত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,বিএসএফের গোয়েন্দা বিভাগের বর্ডার পার্টি বৈদ্যনাথপুরে বিএসএফ সোনাপাচার সম্পর্কে অবহিত হয়।খবর পাওয়া মাত্র সীমান্তে মোতায়েন জওয়ানরা সতর্ক হয়ে যান।তারা গোয়েন্দা বিভাগের নির্দেশিত স্থানে টহল শুরু করে। ওই এলাকায় কিছু সন্দেহজন কার্যকলাপ অনুমান করে বিএসএফ।তারা দেখতে পায় একজন বাংলাদেশ সীমান্তের দিক থেকে ভারতের দিকে একটি ছোট ব্যাগ ছুঁড়ে দিয়েছে।আর কাটাতারের বেড়ার এপারে একজন চোরাকারবারি সেই ব্যাগটি  নেওয়ার জন্য অপেক্ষা করছিল।তৎপর হয় বিএসএফ।ওই চোরাকারবারি সেখান থেকে পালিয়ে যায়।তবে বিএসএফ জোয়ায়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ছোট একটি ব্যাগ উদ্ধার করেন।তার ভিতরেই ছিল দুটি সোনার বিস্কুট।ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।একই দিনে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদিয়া সীমান্তে সোনা উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার

করিমপুর সীমান্তে প্রায় ১৫ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের

 

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: 

বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টার সময় বাজেয়াপ্ত করা হয় দুটি সোনার বিস্কুট।উদ্ধার হওয়া শোনার ওজন ২৩৩.২২ গ্রাম।ভারতীয় বাজারে এর আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬৬ হাজার ৯৯৪ টাকা। আইনের প্রক্রিয়ার জন্য করিমপুর শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে সোনার বিস্কুট দুটি।

সাউথ বেঙ্গল ফন্ট ইয়ারের মুখপাত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,বিএসএফের গোয়েন্দা বিভাগের বর্ডার পার্টি বৈদ্যনাথপুরে বিএসএফ সোনাপাচার সম্পর্কে অবহিত হয়।খবর পাওয়া মাত্র সীমান্তে মোতায়েন জওয়ানরা সতর্ক হয়ে যান।তারা গোয়েন্দা বিভাগের নির্দেশিত স্থানে টহল শুরু করে। ওই এলাকায় কিছু সন্দেহজন কার্যকলাপ অনুমান করে বিএসএফ।তারা দেখতে পায় একজন বাংলাদেশ সীমান্তের দিক থেকে ভারতের দিকে একটি ছোট ব্যাগ ছুঁড়ে দিয়েছে।আর কাটাতারের বেড়ার এপারে একজন চোরাকারবারি সেই ব্যাগটি  নেওয়ার জন্য অপেক্ষা করছিল।তৎপর হয় বিএসএফ।ওই চোরাকারবারি সেখান থেকে পালিয়ে যায়।তবে বিএসএফ জোয়ায়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ছোট একটি ব্যাগ উদ্ধার করেন।তার ভিতরেই ছিল দুটি সোনার বিস্কুট।ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।একই দিনে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ।