০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বিএসএফ জওয়ানদের রাখি পরালো বিজেপির মহিলা মোর্চার

কিবরিয়া আনসারি
- আপডেট : ৩০ অগাস্ট ২০২৩, বুধবার
- / 81
নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: বিএসএফ ক্যাম্পের জওয়ানদেরও রাখি পরানো হয় মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দরা। পাশাপাশি এই দিন দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জেলার মহিপাল এর সাটিমারি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের রাখি পরানো হয়। বিএসএফ জওয়ানরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা যায়।
বিজেপি মহিলা মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শিখা সরকার জানান, বিএসএফ জওয়ানরা সীমান্ত পাহারা দিয়ে আমাদের রক্ষা করছে তাদের বাড়িঘর ছেড়ে। এদিন সেই সব জওয়ান ভাইদের বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রাখি পরানো হয়।।