০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পোড়া খাবারও হয়ে উঠতে পারে সুস্বাদু ! যদি জানা থাকে এই কৌশল

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : কোনও কাজ তাড়াহুড়ো বা অন্যমনস্ক হয়ে করলেই আমরা অনেক বিপাকে পরে যায়। ঠিক তেমনই তাড়াহুড়ো করে রান্না করলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। রান্নাতে ঝাল বেশি, নুন কম ইত্যাদি, ইত্যাদি। ঠিক সমান ভাবেই তাড়াহুড়ো বা অন্যমনস্ক হয়ে রান্না করতে গেলে বেশির ভাগ সময় আমরা রান্না পুড়িয়ে ফেলি। আর পোড়ার গন্ধের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। হাতে সময় থাকলে আবার পুনরায় রান্না করা যায়। কিন্ত যদি আপনি কর্মজীবী হন তাহলে সবসময় খাবার পুড়ে গেলে আবার রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তাহলে কি করবেন ভাবছেন? একদম চিন্তা করবেন না। সব সমস্যার মতো এই সমস্যার সমাধান আছে। পোড়া রান্নাও আপনি খেতে পারবেন, যদি আপনি কিছু কৌশল অবলম্বন করেন।নিন্মে বিস্তারিত ভাবে আলচনা করা হল।

 

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

মাংস পুড়ে গেলে

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

নতুন নতুন মাংস রান্না করতে গিয়ে অনেকেই মাংস পুড়িয়ে ফেলে।শুধু নতুন বলেই না নানান কারনে রান্না করতে গিয়ে তরকারি পুড়ে যায়। বা তলার দিকে পুড়ে যায়। মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে হাতা দিয়ে মাংস ও আলুর টুকরোগুলি অন্য পাত্রে তুলে নিন। তারপর অন্য একটি হাড়িতে কড়া করে পেঁয়াজ ভেজে ,সেই পেয়াজ নিয়ে আলু ও মাংস কষে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ দূর হবে।

 

ভাত পুড়ে গেলে

 

অনেক সময় চালে জলের পরিমাণ কম দেওয়ার কারণে ভাত পুড়ে যায়। ভাতের তলা ধরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। যদি দেখেন ভাতের নীচের দিকে ধরে গেছে এমত অবস্থায় বেশি হাতা দিয়ে ভাত নাড়াচাড়া করবেন না। এতে পোড়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভবনা থেকে যায়। দীর্ঘদিন ধরে একই হাড়ি বার বার ব্যবহার করার ফলে তলার দিক পাতলা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। আর একবার তলার দিক পুরু হয়ে গেলে তরকারি বা কোনও রান্না খুব তাড়াতাড়ি ধরে যায়। তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। হাতা দিয়ে ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। তবে পোড়া গন্ধ দূর করতে ভাতের উপর একটি গোল পাউরুটি রেখে দিন।ওই পাউরুটি ভাতের পোড়া গন্ধ শুষে নেবে।ফলে পোড়া গন্ধ থেকে রেহাই পাবেন আপনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পোড়া খাবারও হয়ে উঠতে পারে সুস্বাদু ! যদি জানা থাকে এই কৌশল

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : কোনও কাজ তাড়াহুড়ো বা অন্যমনস্ক হয়ে করলেই আমরা অনেক বিপাকে পরে যায়। ঠিক তেমনই তাড়াহুড়ো করে রান্না করলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। রান্নাতে ঝাল বেশি, নুন কম ইত্যাদি, ইত্যাদি। ঠিক সমান ভাবেই তাড়াহুড়ো বা অন্যমনস্ক হয়ে রান্না করতে গেলে বেশির ভাগ সময় আমরা রান্না পুড়িয়ে ফেলি। আর পোড়ার গন্ধের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। হাতে সময় থাকলে আবার পুনরায় রান্না করা যায়। কিন্ত যদি আপনি কর্মজীবী হন তাহলে সবসময় খাবার পুড়ে গেলে আবার রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তাহলে কি করবেন ভাবছেন? একদম চিন্তা করবেন না। সব সমস্যার মতো এই সমস্যার সমাধান আছে। পোড়া রান্নাও আপনি খেতে পারবেন, যদি আপনি কিছু কৌশল অবলম্বন করেন।নিন্মে বিস্তারিত ভাবে আলচনা করা হল।

 

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

মাংস পুড়ে গেলে

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

নতুন নতুন মাংস রান্না করতে গিয়ে অনেকেই মাংস পুড়িয়ে ফেলে।শুধু নতুন বলেই না নানান কারনে রান্না করতে গিয়ে তরকারি পুড়ে যায়। বা তলার দিকে পুড়ে যায়। মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে হাতা দিয়ে মাংস ও আলুর টুকরোগুলি অন্য পাত্রে তুলে নিন। তারপর অন্য একটি হাড়িতে কড়া করে পেঁয়াজ ভেজে ,সেই পেয়াজ নিয়ে আলু ও মাংস কষে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ দূর হবে।

 

ভাত পুড়ে গেলে

 

অনেক সময় চালে জলের পরিমাণ কম দেওয়ার কারণে ভাত পুড়ে যায়। ভাতের তলা ধরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। যদি দেখেন ভাতের নীচের দিকে ধরে গেছে এমত অবস্থায় বেশি হাতা দিয়ে ভাত নাড়াচাড়া করবেন না। এতে পোড়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভবনা থেকে যায়। দীর্ঘদিন ধরে একই হাড়ি বার বার ব্যবহার করার ফলে তলার দিক পাতলা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। আর একবার তলার দিক পুরু হয়ে গেলে তরকারি বা কোনও রান্না খুব তাড়াতাড়ি ধরে যায়। তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। হাতা দিয়ে ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। তবে পোড়া গন্ধ দূর করতে ভাতের উপর একটি গোল পাউরুটি রেখে দিন।ওই পাউরুটি ভাতের পোড়া গন্ধ শুষে নেবে।ফলে পোড়া গন্ধ থেকে রেহাই পাবেন আপনি।