০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়খণ্ডে রেলিং ভেঙে উলটে গেল বাস, মৃত ৬, আহত ৫০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক : ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে বাস উল্টে পড়ে মৃত্যু হল ৬ জন যাত্রীর। আহত আরও ৫০ জন। এখনও বাসে যাত্রীদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

জানা গেছে শনিবার বাসটি রেলিং ভেঙে রাঁচির সিওয়ানে নদীর শুকনো জায়গায় গিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় যাত্রীভর্তি বাসটি রেলিং ভেঙে নীচে পড়ে যায়। প্রায় ৫০ জন যাত্রী সমেত বাসটি উলটে যায়।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, রাঁচিগামী বাসটি গিরিডি জেলা থেকে আসছিল। তাতিঝরিয়া থানার কাছাকাছি সিওয়ানে নদীর শুকনো অংশে গিয়ে বাসটি রেলিং ভেঙে পড়ে। উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে যাত্রীদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।  ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয়। বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাজারিবাগের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাদের।

আরও পড়ুন: বিহারে নিহত আরও এক মাওবাদী কমান্ডার

গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।  তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। আশঙ্কাজনদের উন্নত চিকিৎসার জন্য রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (আরআইএমএস) পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তবে বাসটি নদীর জলে পড়লে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

পুলিশ সুপার জানান, উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণের জন্য একজন ডিএসপি-র্যা ঙ্ক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খণ্ডে রেলিং ভেঙে উলটে গেল বাস, মৃত ৬, আহত ৫০

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে বাস উল্টে পড়ে মৃত্যু হল ৬ জন যাত্রীর। আহত আরও ৫০ জন। এখনও বাসে যাত্রীদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

জানা গেছে শনিবার বাসটি রেলিং ভেঙে রাঁচির সিওয়ানে নদীর শুকনো জায়গায় গিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় যাত্রীভর্তি বাসটি রেলিং ভেঙে নীচে পড়ে যায়। প্রায় ৫০ জন যাত্রী সমেত বাসটি উলটে যায়।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, রাঁচিগামী বাসটি গিরিডি জেলা থেকে আসছিল। তাতিঝরিয়া থানার কাছাকাছি সিওয়ানে নদীর শুকনো অংশে গিয়ে বাসটি রেলিং ভেঙে পড়ে। উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে যাত্রীদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।  ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয়। বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাজারিবাগের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাদের।

আরও পড়ুন: বিহারে নিহত আরও এক মাওবাদী কমান্ডার

গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।  তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। আশঙ্কাজনদের উন্নত চিকিৎসার জন্য রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (আরআইএমএস) পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তবে বাসটি নদীর জলে পড়লে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।

আরও পড়ুন: হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি

পুলিশ সুপার জানান, উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণের জন্য একজন ডিএসপি-র্যা ঙ্ক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।