০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া নিলে বাস হবে সিজ, মন্তব্য পরিবহণ দফতরের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 37

পুবের কলম ওয়েব ডেস্ক: বাড়তি ভাড়া নিলেই বিপত্তি। অতিরিক্ত ভাড়া নিলেই সিজ হবে বাস এমনটাই মন্তব্য করলেন পরিবহণ দফতরের কর্মকর্তারা। সোমবার পরিবহণ ভবনে বাসমালিকদের সঙ্গে বৈঠকে সেকথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তারা।

এদিন আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিতে নেওয়া বাস গুলিকে সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে। তার থেকে বেশি ভাড়ার অভিযোগ উঠলে তাদের বাস সিজ করে দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারি বাস গুলি কারা ফ্র‌্যাঞ্চাইজিতে চালাবে তা নিয়েও বৈঠক হয় এদিন।
পরিবহণ দফতরের কর্মকর্তাদের পাশাপাশি এদিনের বৈঠকে জনা কয়েক বাস মালিক ও ছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

এদিনের বৈঠকে একদিকে যেমন সরকার তাদের নিয়ম- নীতির কথা বাস মালিকদের স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে বাস মালিক রাও তাদের দাবিদবা ও শর্তের কথা তাদের জানান।

আরও পড়ুন: দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও

সরকারের দাবি, বাস নেওয়ার সময় তিন লক্ষ টাকা ব‌্যাংক গ‌্যারান্টি দিতে হবে। তাছাড়া ভাড়া বাড়ানো যাবে না। ২০১৮ সালের ভাড়ায় গাড়ি চালাতে হবে।

আরও পড়ুন: ২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!

বাস মালিকদের পক্ষে জানানো হয়েছে, এই বাসগুলো তাঁরা তাঁদের চালক দিয়েই চালাতে চান।

চালক-কন্ডাক্টর-গাড়ির রক্ষণাবেক্ষণ সবই যেন থাকে তাঁদের নিয়ন্ত্রণে থাকে। তাঁরা প্রতি মাসে বাসপিছু আট হাজার টাকা করে সরকারকে দেবে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

পরিবহণ দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত শহরের ৮ টি রুট ঠিক হয়েছে, যেখানে ফ্র‌্যাঞ্চাইজিতে বাস চালানো হবে। তবে এই নিয়ে রয়েছে অনেক মতভেদ। এখনও কি হবে না হবে সঠিক ভাবে জানা যায়নি, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে বলেই জানা গেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অতিরিক্ত ভাড়া নিলে বাস হবে সিজ, মন্তব্য পরিবহণ দফতরের

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বাড়তি ভাড়া নিলেই বিপত্তি। অতিরিক্ত ভাড়া নিলেই সিজ হবে বাস এমনটাই মন্তব্য করলেন পরিবহণ দফতরের কর্মকর্তারা। সোমবার পরিবহণ ভবনে বাসমালিকদের সঙ্গে বৈঠকে সেকথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তারা।

এদিন আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিতে নেওয়া বাস গুলিকে সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে। তার থেকে বেশি ভাড়ার অভিযোগ উঠলে তাদের বাস সিজ করে দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারি বাস গুলি কারা ফ্র‌্যাঞ্চাইজিতে চালাবে তা নিয়েও বৈঠক হয় এদিন।
পরিবহণ দফতরের কর্মকর্তাদের পাশাপাশি এদিনের বৈঠকে জনা কয়েক বাস মালিক ও ছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

এদিনের বৈঠকে একদিকে যেমন সরকার তাদের নিয়ম- নীতির কথা বাস মালিকদের স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে বাস মালিক রাও তাদের দাবিদবা ও শর্তের কথা তাদের জানান।

আরও পড়ুন: দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও

সরকারের দাবি, বাস নেওয়ার সময় তিন লক্ষ টাকা ব‌্যাংক গ‌্যারান্টি দিতে হবে। তাছাড়া ভাড়া বাড়ানো যাবে না। ২০১৮ সালের ভাড়ায় গাড়ি চালাতে হবে।

আরও পড়ুন: ২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!

বাস মালিকদের পক্ষে জানানো হয়েছে, এই বাসগুলো তাঁরা তাঁদের চালক দিয়েই চালাতে চান।

চালক-কন্ডাক্টর-গাড়ির রক্ষণাবেক্ষণ সবই যেন থাকে তাঁদের নিয়ন্ত্রণে থাকে। তাঁরা প্রতি মাসে বাসপিছু আট হাজার টাকা করে সরকারকে দেবে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

পরিবহণ দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত শহরের ৮ টি রুট ঠিক হয়েছে, যেখানে ফ্র‌্যাঞ্চাইজিতে বাস চালানো হবে। তবে এই নিয়ে রয়েছে অনেক মতভেদ। এখনও কি হবে না হবে সঠিক ভাবে জানা যায়নি, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে বলেই জানা গেছে।