০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ালে রাম নাম লিখে দুষ্কৃতী তাণ্ডব গির্জায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের একটি গির্জায় দুর্বৃত্ত তাণ্ডবের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্বৃত্তরা গির্জার মধ্যে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া সহ গির্জার দেওয়ালে রাম নাম লিখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সোমবার স্থানীয় পুলিশ একটি বিবৃতি দিয়ে জানায়, মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার চৌওকিপুরা এলাকায় একটি গির্জার দেওয়ালে রামের নাম লিখে, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। রবিবার প্রার্থনা করতে এসে মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে পুলিশকে জানায়। এই এলাকায় বহু আদিবাসী মানুষের বাস।

আরও পড়ুন: ‘মোস্ট হোলি রোজারি’ চার্চকে কেন্দ্র করে ক্যালকাটা সিড ও আইএইচএ ফাউন্ডেশনের মানবিক প্রচেষ্টা

ইতারসি মহকুমা পুলিশ আধিকারিক মহেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা গির্জার জানলার নেটগুলি খুলে সেখান দিয়ে ভিতরে আগুন ধরিয়ে দেয়। গির্জাটি পাঁচ বছর আগে তৈরি হয়েছিল। আসবাবপত্র ভাঙচুর করা সহ ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চার্চের সম্পত্তি বেদখল, জগনমোহনের কাছে খ্রিস্টানরা

জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত খ্রিষ্টানধর্মালম্বীদের এই উপাসনা গৃহটি। রবিবার যখন মানুষ প্রার্থনা করতে গির্জায় আসেন, তখন তারা ভিতরের বহু সামগ্রী পোড়া অবস্থায় উদ্ধার করে। দেওয়ালে রাম শব্দটি লেখা ছিল। ডেনিস জোনাথন নামে এক ব্যক্তি পুরো ঘটনার বিবরণ দিয়ে পুলিশকে জানিয়েছেন, কেসালা ব্লকের সুখতাওয়া গ্রামে অবস্থিত গির্জাটি আমেরিকার ইভানজেলিকাল লুথেরান চার্চের সঙ্গে সংযুক্ত ছিল।

আরও পড়ুন: পর্তুগিজ চার্চে ৫ হাজার শিশুকে যৌন নির্যাতন

পুলিশ আধিকারিক মহেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, ভাঙচুরকারীদের চিহ্নিত করতে ও গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে। কোনও শ্রেণীর ধর্মকে অবমাননা করার উদ্দেশ্যে উপাসনালয়কে আঘাত করা বা অপবিত্র করার কারণে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ালে রাম নাম লিখে দুষ্কৃতী তাণ্ডব গির্জায়

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের একটি গির্জায় দুর্বৃত্ত তাণ্ডবের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্বৃত্তরা গির্জার মধ্যে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া সহ গির্জার দেওয়ালে রাম নাম লিখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সোমবার স্থানীয় পুলিশ একটি বিবৃতি দিয়ে জানায়, মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার চৌওকিপুরা এলাকায় একটি গির্জার দেওয়ালে রামের নাম লিখে, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। রবিবার প্রার্থনা করতে এসে মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে পুলিশকে জানায়। এই এলাকায় বহু আদিবাসী মানুষের বাস।

আরও পড়ুন: ‘মোস্ট হোলি রোজারি’ চার্চকে কেন্দ্র করে ক্যালকাটা সিড ও আইএইচএ ফাউন্ডেশনের মানবিক প্রচেষ্টা

ইতারসি মহকুমা পুলিশ আধিকারিক মহেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা গির্জার জানলার নেটগুলি খুলে সেখান দিয়ে ভিতরে আগুন ধরিয়ে দেয়। গির্জাটি পাঁচ বছর আগে তৈরি হয়েছিল। আসবাবপত্র ভাঙচুর করা সহ ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চার্চের সম্পত্তি বেদখল, জগনমোহনের কাছে খ্রিস্টানরা

জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত খ্রিষ্টানধর্মালম্বীদের এই উপাসনা গৃহটি। রবিবার যখন মানুষ প্রার্থনা করতে গির্জায় আসেন, তখন তারা ভিতরের বহু সামগ্রী পোড়া অবস্থায় উদ্ধার করে। দেওয়ালে রাম শব্দটি লেখা ছিল। ডেনিস জোনাথন নামে এক ব্যক্তি পুরো ঘটনার বিবরণ দিয়ে পুলিশকে জানিয়েছেন, কেসালা ব্লকের সুখতাওয়া গ্রামে অবস্থিত গির্জাটি আমেরিকার ইভানজেলিকাল লুথেরান চার্চের সঙ্গে সংযুক্ত ছিল।

আরও পড়ুন: পর্তুগিজ চার্চে ৫ হাজার শিশুকে যৌন নির্যাতন

পুলিশ আধিকারিক মহেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, ভাঙচুরকারীদের চিহ্নিত করতে ও গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে। কোনও শ্রেণীর ধর্মকে অবমাননা করার উদ্দেশ্যে উপাসনালয়কে আঘাত করা বা অপবিত্র করার কারণে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।