১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উপনির্বাচনে প্রার্থী পেলেন মাত্র ১টি ভোট!তামিলনাড়ুর ট্রেন্ডিং তালিকায় এখন বিজেপি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 81

পুবের কলম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর গ্রাম পঞ্চায়েত উপনির্বাচনের ফলাফল নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। কারন কোয়েম্বাটুর জেলার কুরুদম্পালয় গ্রাম পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে একটিমাত্র ভোট পেয়েছেন সেখানকার জেলা যুব মোর্চার সহ সভাপতি ডি কার্তিক।

কার্তিকের এক ভোট পাওয়ার খবর সামনে আসতেই টুইটারে রীতিমত ট্রোল হয়েছেন তিনি। টুইটারে ইতিমধ্যেই একটি হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে ‘#OneVoteBJP এবং #SingleVoteBJP’। নির্বাচনী ফলাফল সামনে আসতেই নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়েছেন বিজেপি জেলা যুব মোর্চার এই নেতা। নেটিজেনরা মন্তব্য করেছেন, কার্তিকের এলেম আছে বলতে হবে। তিনি এতটাই জনপ্রিয় যে, নিজের ভোট ছাড়া আর একটি ভোটও পাননি। এমনকি নিজের পরিবারের সদস্যরাও তাঁকে ভোট দেওয়ার প্রয়োজন মনে করেনি।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উপনির্বাচনে বিজেপির এই ভরাডুবি নতুনভাবে অস্ত্র তুলে দেয় ক্ষমতাসীন ডিএমকে এর হাতে। আর তাই সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় তুলতে মোটেও সময় লাগেনি বিজেপি বিরোধী শিবিরের। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, কার্তিক নিজের নির্বাচনী প্রচারে জন্য যে সমস্ত পোস্টার লাগিয়েছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বহু নেতার ছবি ছাপা হয়েছিল। তাতেও তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। তাঁর ক্ষমতা আছে বলতে হবে। এই ফলাফল থেকেই প্রমাণ হচ্ছে, বিজেপি আজ দেশে কতটা জনপ্রিয় একটি রাজনৈতিক দল সেটি!

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

https://twitter.com/MomentsIndia/status/1447976088483807239?s=20
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপনির্বাচনে প্রার্থী পেলেন মাত্র ১টি ভোট!তামিলনাড়ুর ট্রেন্ডিং তালিকায় এখন বিজেপি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর গ্রাম পঞ্চায়েত উপনির্বাচনের ফলাফল নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। কারন কোয়েম্বাটুর জেলার কুরুদম্পালয় গ্রাম পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে একটিমাত্র ভোট পেয়েছেন সেখানকার জেলা যুব মোর্চার সহ সভাপতি ডি কার্তিক।

কার্তিকের এক ভোট পাওয়ার খবর সামনে আসতেই টুইটারে রীতিমত ট্রোল হয়েছেন তিনি। টুইটারে ইতিমধ্যেই একটি হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে ‘#OneVoteBJP এবং #SingleVoteBJP’। নির্বাচনী ফলাফল সামনে আসতেই নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়েছেন বিজেপি জেলা যুব মোর্চার এই নেতা। নেটিজেনরা মন্তব্য করেছেন, কার্তিকের এলেম আছে বলতে হবে। তিনি এতটাই জনপ্রিয় যে, নিজের ভোট ছাড়া আর একটি ভোটও পাননি। এমনকি নিজের পরিবারের সদস্যরাও তাঁকে ভোট দেওয়ার প্রয়োজন মনে করেনি।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উপনির্বাচনে বিজেপির এই ভরাডুবি নতুনভাবে অস্ত্র তুলে দেয় ক্ষমতাসীন ডিএমকে এর হাতে। আর তাই সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় তুলতে মোটেও সময় লাগেনি বিজেপি বিরোধী শিবিরের। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, কার্তিক নিজের নির্বাচনী প্রচারে জন্য যে সমস্ত পোস্টার লাগিয়েছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বহু নেতার ছবি ছাপা হয়েছিল। তাতেও তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। তাঁর ক্ষমতা আছে বলতে হবে। এই ফলাফল থেকেই প্রমাণ হচ্ছে, বিজেপি আজ দেশে কতটা জনপ্রিয় একটি রাজনৈতিক দল সেটি!

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

https://twitter.com/MomentsIndia/status/1447976088483807239?s=20