০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যারিকেন মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার
  • / 45

পারিজাত মোল্লা: চাকরিপ্রার্থীদের সভা-মিছিল করতে গেলে কলকাতা হাইকোর্টে আসতেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি অনুমতি না মেলায় আদালতমুখী হন তাঁরা। সোমবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি বিষয়ক মামলা। সোমবার গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের কলকাতার  হরিশ মুখার্জি রোডে হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন ওই চাকরিপ্রার্থীরা’।

চাকরির দাবিতে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

চাকরিপ্রার্থীদের দাবি, -‘ শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি’।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী এদিন এজলাসে  জানান, ওই রুটে হ্যারিকেন নিয়ে প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে করতে চান’।

আরও পড়ুন: হাওড়ায় রামনবমী পালনে আয়োজকদের ‘কড়া শর্তাবলি’ দিল কলকাতা হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চে মিছিলের অনুমতি দিল।  তবে এই মিছিলের জন্য কিছু শর্ত নির্দিষ্ট করে দিয়েছে আদালত। সোমবার বিচারপতি মান্থার এজলাসে জানান , ‘হরিশ মুখার্জি রোড একমুখী হওয়ায় কালীঘাট পর্যন্ত মিছিল করতে ওই রাস্তাই সুবিধার হবে। তবে মিছিলকারীদের ওই রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে যেতে হবে। দু’টি লাইনে মিছিল যাবে।’ হাইকোর্টের আরও নির্দেশ, -‘ মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না’। ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছিলেন গত ৬ মে।

আদালতের অনুমতিক্রমেই শর্তসাপেক্ষে সেই মিছিল হয়েছিল সেদিন। এবার বিচারপতি রাজাশেখর মান্থা গ্রুপ ডি চাকরিপ্রার্থীদেরও ওই এলাকায় মিছিল করার অনুমতি দিয়েছেন।তবে এই মিছিলের রূপ অন্য হতে চলেছে।

ডিএ আন্দোলনকারীদের মিছিল ছিল দুপুরে। তাতে স্লোগান, নানান ধরনের প্রতীকী প্রতিবাদ ছিল। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা অন্য ছবি তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রীর পাড়ায়। আগামী ১৭ মে এই মিছিল হবে। আদালতে তাঁরা আবেদন জানিয়েছিলেন সন্ধেবেলা মিছিল করবেন। তাঁরা হাতে হ্যারিকেন নিয়ে মিছিল করতে চান। বিচারপতি রাজশেখর মান্থার সেই অনুমতি দিয়েছেন । ওইদিন সন্ধে ৬টা-৮টা পর্যন্ত ওই তল্লাটে গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। মিছিলকারীদের হাতে থাকবে হ্যারিকেন।কেন হ্যারিকেন হাতে মিছিল হবে?

এ ব্যাপারে আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার তাঁদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে। তাই সেই হ্যারিকেন নিয়েই মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করতে চান তাঁরা।মিছিলের রুটও বলে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ।

হাইকোর্ট জানিয়েছে, মিছিল শুরু হবে শহিদ মিনার ময়দান থেকে। তা জওহরলাল নেহরু রোড ধরে এক্সাইড হয়ে হাজরা মোড়ে পৌঁছবে। হাজরা দিয়ে তা ডানদিকে গিয়ে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে গিয়ে শেষ হবে’। সম্ভাব্য চমকপ্রদ এই  মিছিলের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হ্যারিকেন মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা: চাকরিপ্রার্থীদের সভা-মিছিল করতে গেলে কলকাতা হাইকোর্টে আসতেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি অনুমতি না মেলায় আদালতমুখী হন তাঁরা। সোমবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি বিষয়ক মামলা। সোমবার গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের কলকাতার  হরিশ মুখার্জি রোডে হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন ওই চাকরিপ্রার্থীরা’।

চাকরির দাবিতে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

চাকরিপ্রার্থীদের দাবি, -‘ শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি’।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী এদিন এজলাসে  জানান, ওই রুটে হ্যারিকেন নিয়ে প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে করতে চান’।

আরও পড়ুন: হাওড়ায় রামনবমী পালনে আয়োজকদের ‘কড়া শর্তাবলি’ দিল কলকাতা হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চে মিছিলের অনুমতি দিল।  তবে এই মিছিলের জন্য কিছু শর্ত নির্দিষ্ট করে দিয়েছে আদালত। সোমবার বিচারপতি মান্থার এজলাসে জানান , ‘হরিশ মুখার্জি রোড একমুখী হওয়ায় কালীঘাট পর্যন্ত মিছিল করতে ওই রাস্তাই সুবিধার হবে। তবে মিছিলকারীদের ওই রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে যেতে হবে। দু’টি লাইনে মিছিল যাবে।’ হাইকোর্টের আরও নির্দেশ, -‘ মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না’। ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছিলেন গত ৬ মে।

আদালতের অনুমতিক্রমেই শর্তসাপেক্ষে সেই মিছিল হয়েছিল সেদিন। এবার বিচারপতি রাজাশেখর মান্থা গ্রুপ ডি চাকরিপ্রার্থীদেরও ওই এলাকায় মিছিল করার অনুমতি দিয়েছেন।তবে এই মিছিলের রূপ অন্য হতে চলেছে।

ডিএ আন্দোলনকারীদের মিছিল ছিল দুপুরে। তাতে স্লোগান, নানান ধরনের প্রতীকী প্রতিবাদ ছিল। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা অন্য ছবি তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রীর পাড়ায়। আগামী ১৭ মে এই মিছিল হবে। আদালতে তাঁরা আবেদন জানিয়েছিলেন সন্ধেবেলা মিছিল করবেন। তাঁরা হাতে হ্যারিকেন নিয়ে মিছিল করতে চান। বিচারপতি রাজশেখর মান্থার সেই অনুমতি দিয়েছেন । ওইদিন সন্ধে ৬টা-৮টা পর্যন্ত ওই তল্লাটে গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। মিছিলকারীদের হাতে থাকবে হ্যারিকেন।কেন হ্যারিকেন হাতে মিছিল হবে?

এ ব্যাপারে আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার তাঁদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে। তাই সেই হ্যারিকেন নিয়েই মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করতে চান তাঁরা।মিছিলের রুটও বলে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ।

হাইকোর্ট জানিয়েছে, মিছিল শুরু হবে শহিদ মিনার ময়দান থেকে। তা জওহরলাল নেহরু রোড ধরে এক্সাইড হয়ে হাজরা মোড়ে পৌঁছবে। হাজরা দিয়ে তা ডানদিকে গিয়ে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে গিয়ে শেষ হবে’। সম্ভাব্য চমকপ্রদ এই  মিছিলের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।