২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্থায়ী শ্রমিকদের বেতন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
  • / 58

পুবের কলম প্রতিবেদক: অস্থায়ী শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ-আন্দোলন চলছিল। এবার সেই অস্থায়ী কর্মীদের বেতন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন মিটিয়ে দিল ঠিকাদারি সংস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিটু পরিচালিত ঠিকা শ্রমিক ইউনিয়নের অভিযোগ, শ্রমিকদের তিন মাস ধরে বেতন বন্ধ হয়ে রয়েছে। লকাডাউনের সময় ২১ মাসের বেতন বাকি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকাদারকে ১ কোটি টাকার বেশি দিলেও শ্রমিকরা তা পায়নি বলে অভিযোগ করেছেন ঠিকা শ্রমিকরা।

ঠিকা শ্রমিক ইউনিয়নের দাবি, ন্যায্য বেতনের দাবিতে ঠিকা শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। স্মারকলিপি দেওয়া হয় কর্তৃপক্ষকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দ্বারভাঙা বিল্ডিংয়ের গেট আটকেও বিক্ষোভ দেখানো হয়। এরপরেই গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ও ধর্মঘটের ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোর রান্না। মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরের রান্না বন্ধ হয়ে যায়। এর পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয় শুক্রবারই দু’মাসের বেতন দিয়ে দেওয়া হয়। যদিও ইউনিয়নের দাবি আরও এক মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে শ্রমিকদের। এ ছাড়াও লকডাউনের ২১ মাসের বেতন এখনও বাকি রয়েছে। ছাঁটাই হওয়া ৩ জন শ্রমিককে পুনর্নিয়োগ করা বাকি আছে। পিএফ-এর অধিকার অর্জনও এখনও বাকি। দ্রুত সেই দাবি পূরণ করতে হবে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্থায়ী শ্রমিকদের বেতন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৮ মে ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: অস্থায়ী শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ-আন্দোলন চলছিল। এবার সেই অস্থায়ী কর্মীদের বেতন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন মিটিয়ে দিল ঠিকাদারি সংস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিটু পরিচালিত ঠিকা শ্রমিক ইউনিয়নের অভিযোগ, শ্রমিকদের তিন মাস ধরে বেতন বন্ধ হয়ে রয়েছে। লকাডাউনের সময় ২১ মাসের বেতন বাকি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকাদারকে ১ কোটি টাকার বেশি দিলেও শ্রমিকরা তা পায়নি বলে অভিযোগ করেছেন ঠিকা শ্রমিকরা।

ঠিকা শ্রমিক ইউনিয়নের দাবি, ন্যায্য বেতনের দাবিতে ঠিকা শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। স্মারকলিপি দেওয়া হয় কর্তৃপক্ষকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দ্বারভাঙা বিল্ডিংয়ের গেট আটকেও বিক্ষোভ দেখানো হয়। এরপরেই গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ও ধর্মঘটের ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোর রান্না। মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরের রান্না বন্ধ হয়ে যায়। এর পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয় শুক্রবারই দু’মাসের বেতন দিয়ে দেওয়া হয়। যদিও ইউনিয়নের দাবি আরও এক মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে শ্রমিকদের। এ ছাড়াও লকডাউনের ২১ মাসের বেতন এখনও বাকি রয়েছে। ছাঁটাই হওয়া ৩ জন শ্রমিককে পুনর্নিয়োগ করা বাকি আছে। পিএফ-এর অধিকার অর্জনও এখনও বাকি। দ্রুত সেই দাবি পূরণ করতে হবে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের