০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 82

পুবের কলম প্রতিবেদক: শেষ মুহূর্তে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্ত জানিয়েছেন,  আগামী ১৩ জানুয়ারির পরিবর্তে ওই পরীক্ষা ৯ ফেব্রুয়ারি নেওয়া হবে। তবে পরীক্ষার দিন বদলালেও সময়সূচি অপরিবর্তিত থাকছে। প্রায় ২৭ দিন পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ুয়ারা প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবে।

গত জুন মাসেও হুল দিবস থাকায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদিনের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার মাত্র ২৪ ঘন্টা আগে ওই সিদ্ধান্ত ঘোষণা করায় শোরগোল পড়ে গিয়েছিল।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন, শেষ মুহূর্তে কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? এবারেও পরীক্ষা শুরুর মাত্র ৭২ ঘন্টা আগে স্নাতক স্তরের অর্থাৎ বিএ, বি কম ও বি এসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও কী কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, তা স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন: মোবাইল ধরা পড়লে উচ্চ মাধ্যমিকও বাতিল

দেশের একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষা চালুর পথে হাঁটলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা নেওয়ার পক্ষে অটল রয়েছে। পড়ুয়ারা এ বিষয়ে আন্দোলন করলেও নমনীয় অবস্থান নিতে রাজি হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: শেষ মুহূর্তে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্ত জানিয়েছেন,  আগামী ১৩ জানুয়ারির পরিবর্তে ওই পরীক্ষা ৯ ফেব্রুয়ারি নেওয়া হবে। তবে পরীক্ষার দিন বদলালেও সময়সূচি অপরিবর্তিত থাকছে। প্রায় ২৭ দিন পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ুয়ারা প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবে।

গত জুন মাসেও হুল দিবস থাকায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদিনের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার মাত্র ২৪ ঘন্টা আগে ওই সিদ্ধান্ত ঘোষণা করায় শোরগোল পড়ে গিয়েছিল।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল

পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন, শেষ মুহূর্তে কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? এবারেও পরীক্ষা শুরুর মাত্র ৭২ ঘন্টা আগে স্নাতক স্তরের অর্থাৎ বিএ, বি কম ও বি এসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও কী কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, তা স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন: মোবাইল ধরা পড়লে উচ্চ মাধ্যমিকও বাতিল

দেশের একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষা চালুর পথে হাঁটলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা নেওয়ার পক্ষে অটল রয়েছে। পড়ুয়ারা এ বিষয়ে আন্দোলন করলেও নমনীয় অবস্থান নিতে রাজি হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মাধ্যমিকে অঙ্কে জটিল প্রশ্নের উত্তর লিখলে পুরো নম্বর মিলবে, পর্ষদ