১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাপ্টেন বুমরাহর একাধিক বিশ্ব রেকর্ড

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্ক:  রোহিত শর্মা নেই। তাই তার বর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ এসেছিল জসপ্রীত বুমরাহর কাছে। কপিল দেব এরপর প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার যিনি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর প্রথমবার ক্যাপ্টেন্সিতে বাজিমাত জসপ্রীত বুমরাহর। কিছুক্ষণ আগেই তখন সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা। আর ভারতের ৪০০ রান পার করতে বাকি ভূমিকাটা নিলেন বুমরাহ। শুধু তাই নয়, ইংল্যান্ডের প্রবীণ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে বেধড়ক মারলেন। যুবরাজ সিং একসময় এই ব্রডকেই ছ বলে ছটি ছয় মেরে বিশ্ব রেকর্ড করেছিলেন।

আর বুমরাহ নিলেন ৩০ রান। ওভারটিতে স্টুয়ার্ট দিলেন মোট ৩৫ রান । যা এ যাবৎ টেস্ট ক্রিকেটার ইতিহাসে কোন একটি ওভারে দেওয়া সর্বোচ্চ রান। আর এই ৩৫ রানের মধ্যে বুমরাহর নেওয়া ৩০ টি রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য, ২০০৩ সালে জোহানেসবার্গ এ পিটারসেনকে মারা ব্রায়ান লারার ২৮ রান ছিল টেস্ট ক্রিকেটে কোন একটি ওভারে কোন এক ক্রিকেটারের নেওয়া সর্বোচ্চ রান।

২০১৩ সালে জিমি আন্ডারসনের এক ওভারে ২৮ রান নিয়ে সেই রেকর্ড স্পর্শ করেন জর্জ বেইলি। এরপর পোর্ট এলিজাবেথ মাঠে জো রুটের এক ওভারে ২৮ রান নেন কেশব মহারাজ। কিন্তু সেই সব রেকর্ডই ভেঙ্গে গুড়িয়ে দিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। ব্রডের ওই ওভারে তিনি মারলেন চারটি বাউন্ডারি, দুটি ওভার বাউন্ডারি। প্রথম কোন ভারতীয় ক্যাপ্টেন হিসেবেও এক ওভারে এতগুলি চার ছয় মেরে অনন্য নজির গড়লেন ভারতের নবনির্বাচিত ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যাপ্টেন বুমরাহর একাধিক বিশ্ব রেকর্ড

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রোহিত শর্মা নেই। তাই তার বর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ এসেছিল জসপ্রীত বুমরাহর কাছে। কপিল দেব এরপর প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার যিনি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর প্রথমবার ক্যাপ্টেন্সিতে বাজিমাত জসপ্রীত বুমরাহর। কিছুক্ষণ আগেই তখন সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা। আর ভারতের ৪০০ রান পার করতে বাকি ভূমিকাটা নিলেন বুমরাহ। শুধু তাই নয়, ইংল্যান্ডের প্রবীণ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে বেধড়ক মারলেন। যুবরাজ সিং একসময় এই ব্রডকেই ছ বলে ছটি ছয় মেরে বিশ্ব রেকর্ড করেছিলেন।

আর বুমরাহ নিলেন ৩০ রান। ওভারটিতে স্টুয়ার্ট দিলেন মোট ৩৫ রান । যা এ যাবৎ টেস্ট ক্রিকেটার ইতিহাসে কোন একটি ওভারে দেওয়া সর্বোচ্চ রান। আর এই ৩৫ রানের মধ্যে বুমরাহর নেওয়া ৩০ টি রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য, ২০০৩ সালে জোহানেসবার্গ এ পিটারসেনকে মারা ব্রায়ান লারার ২৮ রান ছিল টেস্ট ক্রিকেটে কোন একটি ওভারে কোন এক ক্রিকেটারের নেওয়া সর্বোচ্চ রান।

২০১৩ সালে জিমি আন্ডারসনের এক ওভারে ২৮ রান নিয়ে সেই রেকর্ড স্পর্শ করেন জর্জ বেইলি। এরপর পোর্ট এলিজাবেথ মাঠে জো রুটের এক ওভারে ২৮ রান নেন কেশব মহারাজ। কিন্তু সেই সব রেকর্ডই ভেঙ্গে গুড়িয়ে দিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। ব্রডের ওই ওভারে তিনি মারলেন চারটি বাউন্ডারি, দুটি ওভার বাউন্ডারি। প্রথম কোন ভারতীয় ক্যাপ্টেন হিসেবেও এক ওভারে এতগুলি চার ছয় মেরে অনন্য নজির গড়লেন ভারতের নবনির্বাচিত ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ।