দিওয়ালিতে নতুন বিপদ: ‘কার্বাইড গান’-এ আহত শতাধিক, ১৪ জনের দৃষ্টিশক্তি নষ্ট

- আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 85
পুবের কলম, ওয়েবডেস্ক: দিওয়ালির আনন্দের মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে ‘কার্বাইড গান’ বা দেশি ফায়ারক্র্যাকার গানকে ঘিরে। খেলনার মতো দেখতে এই বন্দুক আকৃতির বাজি এখন মধ্যপ্রদেশে প্রাণঘাতী রূপ নিয়েছে। পাইপের মধ্যে কার্বাইড ও পানি ঢেলে কেমিক্যাল রিঅ্যাকশনে বিস্ফোরণ ঘটায় এটি, ফলে আগুনের গোলা ছিটকে যায় ভয়াবহ শব্দে।
মাত্র তিন দিনে ভোপাল, ইন্দোর, জবলপুরসহ বিভিন্ন শহরে ১২২ জন শিশু হাসপাতালে ভর্তি, এদের মধ্যে ১৪ জন দৃষ্টিশক্তি হারিয়েছে। হামিদিয়া হাসপাতালে একাই ভর্তি হয়েছে ২৬ জন। সরকার ১৮ অক্টোবর থেকেই এই বাজিতে নিষেধাজ্ঞা জারি করলেও বিদিশা জেলায় তা এখনও প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
মাত্র ১৫০-২০০ টাকায় বিক্রি হওয়া এই বিপজ্জনক খেলনা তৈরি হচ্ছে কার্বাইড, দেশলাইয়ের মাথা ও প্লাস্টিক পাইপ দিয়ে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, যারা এই বাজি বিক্রি বা প্রচার করছে, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।