৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, নারকেলডাঙা থেকে ধৃত যুবক

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম প্রতিবেদকঃ  গোপন সূত্রে হানা খবর পেয়ে অস্ত্রকারবারীদের হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কাতুর্জ।  নারকেলডাঙ্গা থেকে এক জনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের নাম মুহাম্মদ রেহান ওরফে রেহান শেখ। নারকেলডাঙা এলাকারই বাসিন্দা। তাকে গ্রেফতার করে তার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

উল্লেখ্য,  গত সপ্তাহেই অস্ত্র বিক্রির অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একবালপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। মোমিনপুর মোড় থেকে ধরা পড়ে শেখ সাদ্দাম হোসেন নামে এক যুবক। তার কাছ থেকে ১টি ওয়ান সাটার ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছিল। চলতি সপ্তাহেই কলকাতা বন্দর এলাকায় অস্ত্র উদ্ধার কাণ্ডে ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

নান্টি ওরফে বাবলু ঘোষ এবং বিলাল নামে ওই দুই দুষ্কৃতীকে গতরাতে গ্রেফতার করা হয়। নান্টির বাড়ি নরেন্দ্রপুরে।

আরও পড়ুন: ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা,  প্রার্থীর স্বামীকে গ্রেফতারের অভিযোগ

জানা গিয়েছে বিলাল হাওড়ার বাসিন্দা। পুলিশ মনে করছে–  বন্দুক পাচার করা বেশ ঝুঁকিপূর্ণ–  তাই আগ্নেয়াস্ত্রের পার্টস আলাদা আলাদা করে রাখে পাচারকারীরা। শহরের বিভিন্ন প্রান্তে লাগাতার অস্ত্র উদ্ধার পুলিশকে ভাবাচ্ছে। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযানে জোর দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ, নারকেলডাঙা থেকে ধৃত যুবক

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ  গোপন সূত্রে হানা খবর পেয়ে অস্ত্রকারবারীদের হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কাতুর্জ।  নারকেলডাঙ্গা থেকে এক জনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের নাম মুহাম্মদ রেহান ওরফে রেহান শেখ। নারকেলডাঙা এলাকারই বাসিন্দা। তাকে গ্রেফতার করে তার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন

উল্লেখ্য,  গত সপ্তাহেই অস্ত্র বিক্রির অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একবালপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। মোমিনপুর মোড় থেকে ধরা পড়ে শেখ সাদ্দাম হোসেন নামে এক যুবক। তার কাছ থেকে ১টি ওয়ান সাটার ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছিল। চলতি সপ্তাহেই কলকাতা বন্দর এলাকায় অস্ত্র উদ্ধার কাণ্ডে ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

নান্টি ওরফে বাবলু ঘোষ এবং বিলাল নামে ওই দুই দুষ্কৃতীকে গতরাতে গ্রেফতার করা হয়। নান্টির বাড়ি নরেন্দ্রপুরে।

আরও পড়ুন: ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা,  প্রার্থীর স্বামীকে গ্রেফতারের অভিযোগ

জানা গিয়েছে বিলাল হাওড়ার বাসিন্দা। পুলিশ মনে করছে–  বন্দুক পাচার করা বেশ ঝুঁকিপূর্ণ–  তাই আগ্নেয়াস্ত্রের পার্টস আলাদা আলাদা করে রাখে পাচারকারীরা। শহরের বিভিন্ন প্রান্তে লাগাতার অস্ত্র উদ্ধার পুলিশকে ভাবাচ্ছে। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযানে জোর দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।