অভিযুক্ত মাওবাদীদের খুঁজে দিলে নগদ পুরস্কার, ছত্তিশগড় হামলায় ঘোষণা পুলিশের

- আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার
- / 19
পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি সপ্তাহেই ছত্তিশগড় দান্তেওয়াড়ায় ভয়াবহ মাওবাদী হামলা হয়। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জন পুলিশ কর্মী সহ ১ জন গাড়ি চালকের। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় তদন্তের খাতিরে কেন্দ্রের পূর্ণ সমর্থনের কথাও জানান তারা। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই বিস্ফোরণের পরই স্পষ্ট বার্তা দিয়েছিলেন অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। কাউকে ছাড়া হবে না। আগামী দিনে মাওবাদী দমন অভিযান আরও জোরদার হবে, জানিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর কথামতোই এই বিস্ফোরণের মূলচক্রীদের ধরতে উদ্যত বাস্তার পুলিশ। তদন্তে নেমে অরণপুর বিস্ফোরণের মূলচক্রীর ছবি প্রকাশ্যে এনেছে তারা। এই বিস্ফোরণের সঙ্গে জড়িত মাওবাদীদের খোঁজ দিতে পারলে নগদ পুরস্কারও ঘোষণা করেছে বাস্তার পুলিশ।
উল্লেখ্য, বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ভয়াবহ মাওবাদী হামলা হয়। ঘটনায় ১০ জওয়ান সহ গাড়ির চালক নিহত হয়েছেন। মৃত জওয়ানরা ওই এলাকায় মাওবাদী বিরোধী অভিযানে নিযুক্ত ছিলেন বলেই জানা গিয়েছিল।