০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই, জানিয়ে দিলেন স্ট্যালিন

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম,ওয়েবডেস্ক:তাঁর ক্যাবিনেটের মন্ত্রীর গ্রেফতারির পরেই নয়া আইন আনলেন স্ট্যালিন। তামিলনাড়ু সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, সে রাজ্যের অনুমতি ছাড়া কোনও রকম তদন্ত করতে  পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে এই এক্তিয়ার আগেই দিয়েছে। ২০২০ সালেই দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, যে কোনও রাজ্যে সিবিআই তদন্ত চালাতে গেলে সেই রাজ্য সরকারের সম্মতি নিতে হবে আগে। বাংলা সহ এবশ কিছু রাজ্য ইতিমধ্যে এই বিধি চালু করেছে।

এবার সে পথে হাঁটল তামিলনাড়ুও। তামিলনাডুর মন্ত্রী সেন্থলি বালাজি, মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালাজির বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো, অভিযোগ চাকরির প্রতিশ্রুতিতে বহু টাকা হাতিয়েছেন তিনি।

 টাকা দিয়েও চাকরি পাননি অনেকেই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, আর্থিক দুর্নীতি মামলায় ইডি’‌র হাতে গ্রেফতার হয়েছেন সেন্থিল বালাজি।  ডিএমকে সাংসদ এন আর এলাঙ্গো জানিয়েছিলেন,  ইডি গ্রেফতারের ক্ষেত্রে কোনও নিয়ম মানেনি। বালাজির গ্রেফতারির পরে সুর চড়িয়েছিলেন স্ট্যালিন। তারপরেই আনলেন নয়া নিয়ম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই, জানিয়ে দিলেন স্ট্যালিন

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক:তাঁর ক্যাবিনেটের মন্ত্রীর গ্রেফতারির পরেই নয়া আইন আনলেন স্ট্যালিন। তামিলনাড়ু সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, সে রাজ্যের অনুমতি ছাড়া কোনও রকম তদন্ত করতে  পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে এই এক্তিয়ার আগেই দিয়েছে। ২০২০ সালেই দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, যে কোনও রাজ্যে সিবিআই তদন্ত চালাতে গেলে সেই রাজ্য সরকারের সম্মতি নিতে হবে আগে। বাংলা সহ এবশ কিছু রাজ্য ইতিমধ্যে এই বিধি চালু করেছে।

এবার সে পথে হাঁটল তামিলনাড়ুও। তামিলনাডুর মন্ত্রী সেন্থলি বালাজি, মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালাজির বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো, অভিযোগ চাকরির প্রতিশ্রুতিতে বহু টাকা হাতিয়েছেন তিনি।

 টাকা দিয়েও চাকরি পাননি অনেকেই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, আর্থিক দুর্নীতি মামলায় ইডি’‌র হাতে গ্রেফতার হয়েছেন সেন্থিল বালাজি।  ডিএমকে সাংসদ এন আর এলাঙ্গো জানিয়েছিলেন,  ইডি গ্রেফতারের ক্ষেত্রে কোনও নিয়ম মানেনি। বালাজির গ্রেফতারির পরে সুর চড়িয়েছিলেন স্ট্যালিন। তারপরেই আনলেন নয়া নিয়ম।