০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনাল সিবিআই আদালত

পুবের কলম ওয়েবডেস্কঃ ডেরা সাচ্চা সওদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং কে খুনের মামলায় রাম রহিম সিং সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত।

এই বিতর্কিত ধর্মগুরু ২০০২ সালে ডেরার ম্যানেজার  রণজিৎ সিং কে হত্যার জন্য গ্রেফতার হন।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেয়েই স্বমহিমায় রাম- রহিম,অভিযোগ  সৎসঙ্গ শিবিরে ভিড় জমাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা

এই মামলার বাকি সাজাপ্রাপ্তরা হলেন কৃষাণ  লাল, জসবীর সিং এবং সাবদিল সিং।

এইদিন সিবিআইয়ের বিশেষ পঞ্চকুল্লা আদালতের বিচারপতি ডেরা সাচ্চা সৌদার প্রধানকে তীব্র তিরস্কারের পাশাপাশি ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। বাকি অভিযুক্তদেরও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে এই অর্থের ৫০শতাংশ  দেওয়া হবে নিহতের  পরিবারকে।

চলতি মাসের শুরুর দিকেই রণজিৎ হত্যা মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন সেই মামলারই রায়দানে ভারচুয়ালি উপস্থিত হয়েছিল রাম রহিম। দুই অনুগামীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সাল থেকে রোহতক জেলার কারাগারে রয়েছে রাম রহিম। সেখান থেকেই এদিন শাস্তির কথা জানতে পারে স্বঘোষিত ধর্মগুরু। বাকি চারজন সশরীরে হাজির ছিল আদালতে।

সন্দেহের বশেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ২০০২ সালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। যাতে সরাসরি জড়িত ছিল রাম রহিম। তারই সাজা শোনানো হল আজ, সোমবার। এমনিতেই নাবালিকাদের যৌন হেনস্থা এবং একাধিক অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এই স্বঘোষিত ধর্মগুরুকে ২০ বছরের কারাবাসের সাজা শোনায় আদালত।

এরই সঙ্গে একের পর এক সামনে আসতে থাকে অপরাধের খতিয়ান। যার মধ্যে রয়েছে সাংবাদিক হত্যা, নিজের ডেরার ম্যানেজারকে হত্যার অভিযোগ। তারই আজ রায় ঘোষণা করল আদালত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনাল সিবিআই আদালত

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডেরা সাচ্চা সওদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং কে খুনের মামলায় রাম রহিম সিং সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত।

এই বিতর্কিত ধর্মগুরু ২০০২ সালে ডেরার ম্যানেজার  রণজিৎ সিং কে হত্যার জন্য গ্রেফতার হন।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেয়েই স্বমহিমায় রাম- রহিম,অভিযোগ  সৎসঙ্গ শিবিরে ভিড় জমাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা

এই মামলার বাকি সাজাপ্রাপ্তরা হলেন কৃষাণ  লাল, জসবীর সিং এবং সাবদিল সিং।

এইদিন সিবিআইয়ের বিশেষ পঞ্চকুল্লা আদালতের বিচারপতি ডেরা সাচ্চা সৌদার প্রধানকে তীব্র তিরস্কারের পাশাপাশি ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। বাকি অভিযুক্তদেরও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে এই অর্থের ৫০শতাংশ  দেওয়া হবে নিহতের  পরিবারকে।

চলতি মাসের শুরুর দিকেই রণজিৎ হত্যা মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন সেই মামলারই রায়দানে ভারচুয়ালি উপস্থিত হয়েছিল রাম রহিম। দুই অনুগামীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সাল থেকে রোহতক জেলার কারাগারে রয়েছে রাম রহিম। সেখান থেকেই এদিন শাস্তির কথা জানতে পারে স্বঘোষিত ধর্মগুরু। বাকি চারজন সশরীরে হাজির ছিল আদালতে।

সন্দেহের বশেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ২০০২ সালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। যাতে সরাসরি জড়িত ছিল রাম রহিম। তারই সাজা শোনানো হল আজ, সোমবার। এমনিতেই নাবালিকাদের যৌন হেনস্থা এবং একাধিক অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এই স্বঘোষিত ধর্মগুরুকে ২০ বছরের কারাবাসের সাজা শোনায় আদালত।

এরই সঙ্গে একের পর এক সামনে আসতে থাকে অপরাধের খতিয়ান। যার মধ্যে রয়েছে সাংবাদিক হত্যা, নিজের ডেরার ম্যানেজারকে হত্যার অভিযোগ। তারই আজ রায় ঘোষণা করল আদালত।