০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল ছোটবাইরের ডাক, শৌচাগারের দরজায় আটকে গেলেন কেষ্ট, বিপাকে সিবিআই অফিসাররা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 200

পুবেরকলম ওয়েবডেস্কঃ অনুব্রত মন্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার । যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্যরাজনীতি। বিরোধী দলের নেতারাও  নেমে পড়েছেন রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। বেলা ১২ নাগাদ অনুব্রতকে নিয়ে আদালতে পেশ করার জন্য রওয়ানা দেন সিবিআই অফিসাররা।

পথে কেষ্ট জানান তাঁর অবিলম্বে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার  দরকার। একে তিনি দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী। তারপর গ্রেফতার হওয়ার পর প্রবল মানসিক চাপ। তাই বারংবার ছোটো বাইরে যাওয়ার চাপ অনুভব করছেন। পথের ধারে একটি পেট্রোল পাম্পে শৌচাগার দেখে থামানো হল গাড়ি। কড়া নিরাপত্তায় নিয়েও যাওয়া হল শৌচাগারে। কিন্তু দরজা দিয়েই ঢুকতে পারলেননা অনুব্রত। এইদিকে চাপ ক্রমশ প্রবল হচ্ছে। আবারও একটা পেট্রল পাম্প দেখে থামানো হল গাড়ি। সেখানেও  একই বিপত্তি। মাথায় হাত সিবিআই অফিসারদের।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

এরপরের গন্তব্য অবশ্য কাঁকসার একটি বড় হোটেল। সেখানেই আবারও তাঁকে নিয়ে যাওয়া হয়। শৌচাগারে। এরপর অবশ্য আর সমস্যা হয়নি। হাঁপ ছেড়ে বাচেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল ছোটবাইরের ডাক, শৌচাগারের দরজায় আটকে গেলেন কেষ্ট, বিপাকে সিবিআই অফিসাররা

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবেরকলম ওয়েবডেস্কঃ অনুব্রত মন্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার । যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্যরাজনীতি। বিরোধী দলের নেতারাও  নেমে পড়েছেন রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। বেলা ১২ নাগাদ অনুব্রতকে নিয়ে আদালতে পেশ করার জন্য রওয়ানা দেন সিবিআই অফিসাররা।

পথে কেষ্ট জানান তাঁর অবিলম্বে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার  দরকার। একে তিনি দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী। তারপর গ্রেফতার হওয়ার পর প্রবল মানসিক চাপ। তাই বারংবার ছোটো বাইরে যাওয়ার চাপ অনুভব করছেন। পথের ধারে একটি পেট্রোল পাম্পে শৌচাগার দেখে থামানো হল গাড়ি। কড়া নিরাপত্তায় নিয়েও যাওয়া হল শৌচাগারে। কিন্তু দরজা দিয়েই ঢুকতে পারলেননা অনুব্রত। এইদিকে চাপ ক্রমশ প্রবল হচ্ছে। আবারও একটা পেট্রল পাম্প দেখে থামানো হল গাড়ি। সেখানেও  একই বিপত্তি। মাথায় হাত সিবিআই অফিসারদের।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

এরপরের গন্তব্য অবশ্য কাঁকসার একটি বড় হোটেল। সেখানেই আবারও তাঁকে নিয়ে যাওয়া হয়। শৌচাগারে। এরপর অবশ্য আর সমস্যা হয়নি। হাঁপ ছেড়ে বাচেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি