১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা কসবা গণধর্ষণকাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আবেদন, হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
  • / 138

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার কসবা এলাকায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এবার এই ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সত্যম সিং। তাঁর আবেদনে রয়েছে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার আর্জি, নির্যাতিতার নিরাপত্তা এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অনুরোধ। আবেদনকারীর বক্তব্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের অবমাননাকর মন্তব্যের কথাও তুলে ধরা হয়েছে, যা নিগৃহীতার প্রতি অত্যন্ত অমানবিক বলে অভিযোগ।

এই ঘটনায় কলকাতা হাইকোর্টেও তিনটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাগুলির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলার আবেদন জানিয়েছেন আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালত ইতিমধ্যেই তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং শুনানি হতে পারে আগামী বৃহস্পতিবার।

আইনজীবীদের তরফে দাবি তোলা হয়েছে, আদালতের সরাসরি নজরদারিতে তদন্ত চালানো হোক, প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানও থাকতে পারে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। আদালত ইতিমধ্যেই এই মামলায় অপর পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

ঘটনার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। মূল অভিযুক্তের আরও একটি অশ্লীল ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা তদন্তে নতুন দিক খুলে দিচ্ছে।

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে সোমবার দিল্লি থেকে রাজ্যে পৌঁছেছে বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে গঠিত এই টিমের নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং। তাঁরা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট অঞ্চল পরিদর্শন করে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্য নিযে মদন মিত্রকে শোকজ করা হল, তিরস্কৃত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও

এই গুরুতর ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি বিচারব্যবস্থার সক্রিয় হস্তক্ষেপ আশা করছে সমাজের নানা মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা কসবা গণধর্ষণকাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আবেদন, হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার কসবা এলাকায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এবার এই ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সত্যম সিং। তাঁর আবেদনে রয়েছে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার আর্জি, নির্যাতিতার নিরাপত্তা এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অনুরোধ। আবেদনকারীর বক্তব্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের অবমাননাকর মন্তব্যের কথাও তুলে ধরা হয়েছে, যা নিগৃহীতার প্রতি অত্যন্ত অমানবিক বলে অভিযোগ।

এই ঘটনায় কলকাতা হাইকোর্টেও তিনটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাগুলির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলার আবেদন জানিয়েছেন আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালত ইতিমধ্যেই তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং শুনানি হতে পারে আগামী বৃহস্পতিবার।

আইনজীবীদের তরফে দাবি তোলা হয়েছে, আদালতের সরাসরি নজরদারিতে তদন্ত চালানো হোক, প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানও থাকতে পারে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। আদালত ইতিমধ্যেই এই মামলায় অপর পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

ঘটনার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। মূল অভিযুক্তের আরও একটি অশ্লীল ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা তদন্তে নতুন দিক খুলে দিচ্ছে।

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে সোমবার দিল্লি থেকে রাজ্যে পৌঁছেছে বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে গঠিত এই টিমের নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং। তাঁরা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট অঞ্চল পরিদর্শন করে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্য নিযে মদন মিত্রকে শোকজ করা হল, তিরস্কৃত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও

এই গুরুতর ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি বিচারব্যবস্থার সক্রিয় হস্তক্ষেপ আশা করছে সমাজের নানা মহল।