১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

মারুফা খাতুন
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 28

মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন বিষয়ক মামলা। নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এক মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে যায়। শুনানির শুরুতেই রাজ্যের উচ্চ আদালতে সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে থাকে ।সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি-র হাতে ২০২২ সালে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন: বসিরহাট নির্বাচনে বিজেপি প্রার্থীর মামলায় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার কে অব্যাহতি দিল হাইকোর্ট

পরে ইডির পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারাও গ্রেফতার করে জেলবন্দি পার্থকে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় পার্থের যোগ থাকার অভিযোগ তোলে সিবিআই। তেমনই এক মামলায় জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আসতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআইয়ের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয় বিচারপতির কাছে। সিবিআইয়ের আর্জির ভিত্তিতে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানান বিচারপতি। কলকাতা হাইকোর্ট জানায়, -‘আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি’। আদালত সুত্রে জানা গেছে, ২০২২ সালে জুলাই মাসে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন: বিধানসভাতে বিধায়কদের নিরাপত্তারক্ষী আসা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

তার পরেই অর্পিতা এবং পার্থকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি জেলবন্দি। বিভিন্ন আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করে। তবে সিবিআই মামলায় জামিন না-পাওয়ায় এখনও পার্থ জেলেই রয়েছেন।আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার

মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন বিষয়ক মামলা। নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এক মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে যায়। শুনানির শুরুতেই রাজ্যের উচ্চ আদালতে সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে থাকে ।সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি-র হাতে ২০২২ সালে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন: বসিরহাট নির্বাচনে বিজেপি প্রার্থীর মামলায় নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার কে অব্যাহতি দিল হাইকোর্ট

পরে ইডির পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারাও গ্রেফতার করে জেলবন্দি পার্থকে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় পার্থের যোগ থাকার অভিযোগ তোলে সিবিআই। তেমনই এক মামলায় জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আসতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআইয়ের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয় বিচারপতির কাছে। সিবিআইয়ের আর্জির ভিত্তিতে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানান বিচারপতি। কলকাতা হাইকোর্ট জানায়, -‘আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি’। আদালত সুত্রে জানা গেছে, ২০২২ সালে জুলাই মাসে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন: বিধানসভাতে বিধায়কদের নিরাপত্তারক্ষী আসা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

তার পরেই অর্পিতা এবং পার্থকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি জেলবন্দি। বিভিন্ন আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করে। তবে সিবিআই মামলায় জামিন না-পাওয়ায় এখনও পার্থ জেলেই রয়েছেন।আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।