০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা ইউনূসের

চামেলি দাস
  • আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্ক: জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করলেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার, তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরকার আগেই জানিয়ে ছিল, এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে সম্মান জানাতে ১ জুলাই থেকে শুরু হচ্ছে এক মাসের বিশেষ অনুষ্ঠানমালা, যার নাম রাখা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’। কিছু বিরতির সঙ্গে এই কর্মসূচি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

প্রথম দিনেই দেশজুড়ে সব ধর্মীয় উপাসনালয়;মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন একটি ‘জুলাই ক্যালেন্ডার’ প্রকাশ করা হয় এবং শুরু হয়েছে এক বিশেষ গণস্বাক্ষর অভিযান, যার উদ্দেশ্য জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের দাবি জানানো। এই গণস্বাক্ষর অভিযান চলবে ১ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ

জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করছি সেটা শুধু সূচনা নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের যে ঐক্য ছিল, আমরা চাই সেই ঐক্য এই জুলাইয়ে আবারও সুসংহত হোক। কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার; যাতে স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে।’

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে দিতে পারে না। এই জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা ইউনূসের

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করলেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার, তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরকার আগেই জানিয়ে ছিল, এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে সম্মান জানাতে ১ জুলাই থেকে শুরু হচ্ছে এক মাসের বিশেষ অনুষ্ঠানমালা, যার নাম রাখা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’। কিছু বিরতির সঙ্গে এই কর্মসূচি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

প্রথম দিনেই দেশজুড়ে সব ধর্মীয় উপাসনালয়;মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন একটি ‘জুলাই ক্যালেন্ডার’ প্রকাশ করা হয় এবং শুরু হয়েছে এক বিশেষ গণস্বাক্ষর অভিযান, যার উদ্দেশ্য জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের দাবি জানানো। এই গণস্বাক্ষর অভিযান চলবে ১ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ

জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করছি সেটা শুধু সূচনা নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের যে ঐক্য ছিল, আমরা চাই সেই ঐক্য এই জুলাইয়ে আবারও সুসংহত হোক। কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার; যাতে স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে।’

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে দিতে পারে না। এই জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন।’