২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অশ্লীল কনটেন্ট রুখতে ২৫ টি অ্যাপ এবং ওয়েবসাইটের বিরুদ্ধে কেন্দ্রের কড়া পদক্ষেপ

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্ক :  বেআইনি ও অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ২৫টির মত ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় জনসাধারণের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে। আর এই বিষয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে-ও যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নিষিদ্ধ ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে উল্লু, এলটিটি ও ডেসিফ্লিক্স ইত্যাদি। এছাড়াও কয়েকটি অ্যাপও আছে সেইগুলি হল বিগ শটস অ্যাপ, নাভারাসা লাইট, বুমেক্স, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জাল্ভা অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিটপ্রাইম, আড্ডা টিভি ইত্যাদি। সরকার জানিয়েছে এই প্ল্যাটফর্মগুলো তথ্য ও প্রযুক্তি আইন ২০০০ এর ৬৭ ও ৬৭এ, নারীর অশ্লীল প্রতিনিধিত্ব আইন ১৯৮৬ এর ধারা ৪ এবং ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর ধারা লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: মাওলানা আজাদ ফেলোশিপের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে: রিজিজু

সংবাদ সূত্রে খবর, বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ স্বীকার করেছে যে, এই আবেদনটি উল্লেখযোগ্যভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এই বছর মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম উল্লু-র ওয়েব সিরিজ হাউস অ্যারেস্টের একটি ক্লিপ ভাইরাল হয়, এবং প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এজাজ খান ছিলেন এই শো-এর উপস্থাপক।

শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ, আরও কয়েকজন নেতা ভিডিওটির তীব্র নিন্দা করেছেন। তিনি তার সোশাল মিডিয়া সাইটে লিখেছিলেন যে, আমি স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি তুলে ধরেছি। উল্লু অ্যাপ এবং অল্ট বালাজির মতো অ্যাপগুলি অশ্লীল বিষয়বস্তু তৈরির পরেও, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়ে গিয়েছে। আমি এখনও তাদের উত্তরের অপেক্ষায় আছি। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকেও এই সিরিজটির বিষয়ে জোরকদমে তদন্ত শুরু করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশ্লীল কনটেন্ট রুখতে ২৫ টি অ্যাপ এবং ওয়েবসাইটের বিরুদ্ধে কেন্দ্রের কড়া পদক্ষেপ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক :  বেআইনি ও অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ২৫টির মত ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় জনসাধারণের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে। আর এই বিষয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে-ও যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নিষিদ্ধ ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে উল্লু, এলটিটি ও ডেসিফ্লিক্স ইত্যাদি। এছাড়াও কয়েকটি অ্যাপও আছে সেইগুলি হল বিগ শটস অ্যাপ, নাভারাসা লাইট, বুমেক্স, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জাল্ভা অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিটপ্রাইম, আড্ডা টিভি ইত্যাদি। সরকার জানিয়েছে এই প্ল্যাটফর্মগুলো তথ্য ও প্রযুক্তি আইন ২০০০ এর ৬৭ ও ৬৭এ, নারীর অশ্লীল প্রতিনিধিত্ব আইন ১৯৮৬ এর ধারা ৪ এবং ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর ধারা লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: মাওলানা আজাদ ফেলোশিপের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে: রিজিজু

সংবাদ সূত্রে খবর, বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ স্বীকার করেছে যে, এই আবেদনটি উল্লেখযোগ্যভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এই বছর মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম উল্লু-র ওয়েব সিরিজ হাউস অ্যারেস্টের একটি ক্লিপ ভাইরাল হয়, এবং প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এজাজ খান ছিলেন এই শো-এর উপস্থাপক।

শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ, আরও কয়েকজন নেতা ভিডিওটির তীব্র নিন্দা করেছেন। তিনি তার সোশাল মিডিয়া সাইটে লিখেছিলেন যে, আমি স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি তুলে ধরেছি। উল্লু অ্যাপ এবং অল্ট বালাজির মতো অ্যাপগুলি অশ্লীল বিষয়বস্তু তৈরির পরেও, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়ে গিয়েছে। আমি এখনও তাদের উত্তরের অপেক্ষায় আছি। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকেও এই সিরিজটির বিষয়ে জোরকদমে তদন্ত শুরু করা হয়।