১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্র সরকার শিল্পপতিদের স্বার্থে কাজ করছে: সত্যপাল

ইমামা খাতুন
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 87

 পুবের কলম ওয়েব ডেস্কঃ সোনার মানুষ দিল্লি গিয়ে বদলে গিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকা কালে মোদি সোনার মতো ছিলেন। কিন্তু দিল্লি যাত্রার পর পালটে গেছে পুরোপুরি। নেতিবাচক প্রভাবের ফলেই  হয়তো এমন হয়েছে। মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে উদ্দেশ্য করে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী থাকা কালে কৃষকদের পক্ষে দাঁড়াতেন মোদি। কিন্তু তিনি এখন আর কৃষক ও সেনা-জওয়ানদের খেয়াল রাখেন না। এখন তিনি শিল্পপতি আদানি-আম্বানিদের পক্ষ নেন।

 

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

রোহতক জেলার রোহারে একটি অনুষ্ঠানে রবিবার ভাষণ দেন রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানে তিনি মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, মোদি সরকার ফসলের ন্যূনতম সাধারণ মূল্য নিয়ে আইনি নিশ্চয়তা দেওয়ার কথা ভাবছে না। এর জন্য কৃষকদের আর একটি আন্দোলন করতে হবে। তিনি  বলেন, একদিকে আদানি সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠছেন আর কৃষকদের লড়তে হচ্ছে এমএসপি’র জন্য।  ঠোঁটকাটা রাজনীতিক হিসাবে পরিচিত সত্যপাল তাঁর পদ হারানো নিয়ে চিন্তা করেন না বলেও জানান। একইসঙ্গে জানিয়েছেন, পদত্যাগপত্র সবসময় নিজের পকেটেই রাখেন।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে নবান্নকে চিঠি, ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল কেন্দ্র

আরও পড়ুন: ১০০০ টাকার নোট কি আবার ফিরবে, অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্র সরকার শিল্পপতিদের স্বার্থে কাজ করছে: সত্যপাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ সোনার মানুষ দিল্লি গিয়ে বদলে গিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকা কালে মোদি সোনার মতো ছিলেন। কিন্তু দিল্লি যাত্রার পর পালটে গেছে পুরোপুরি। নেতিবাচক প্রভাবের ফলেই  হয়তো এমন হয়েছে। মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে উদ্দেশ্য করে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী থাকা কালে কৃষকদের পক্ষে দাঁড়াতেন মোদি। কিন্তু তিনি এখন আর কৃষক ও সেনা-জওয়ানদের খেয়াল রাখেন না। এখন তিনি শিল্পপতি আদানি-আম্বানিদের পক্ষ নেন।

 

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

রোহতক জেলার রোহারে একটি অনুষ্ঠানে রবিবার ভাষণ দেন রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানে তিনি মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, মোদি সরকার ফসলের ন্যূনতম সাধারণ মূল্য নিয়ে আইনি নিশ্চয়তা দেওয়ার কথা ভাবছে না। এর জন্য কৃষকদের আর একটি আন্দোলন করতে হবে। তিনি  বলেন, একদিকে আদানি সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠছেন আর কৃষকদের লড়তে হচ্ছে এমএসপি’র জন্য।  ঠোঁটকাটা রাজনীতিক হিসাবে পরিচিত সত্যপাল তাঁর পদ হারানো নিয়ে চিন্তা করেন না বলেও জানান। একইসঙ্গে জানিয়েছেন, পদত্যাগপত্র সবসময় নিজের পকেটেই রাখেন।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে নবান্নকে চিঠি, ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল কেন্দ্র

আরও পড়ুন: ১০০০ টাকার নোট কি আবার ফিরবে, অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার